Wednesday, January 28, 2026

আগামী দুদিন শৈত্যপ্রবাহ: সতর্ক করা হল রাজ্যের দুই জেলাকে

Date:

Share post:

এআই দিয়ে তৈরি বেশ কিছু ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ব্যারাকপুর স্টেশনে বরফ পড়ে রয়েছে। অথবা বেহালা মেট্রো স্টেশন বরফে ঢাকা। কার্যত সোমবার এবং মঙ্গলবার রাতারাতি পারদ পতনে কাঁপছে গোটা দক্ষিণ বঙ্গ (South Bengal)। কলকাতার তাপমাত্রা ১০ ডিগ্রি ছোঁয়ায় কার্যত কলকাতায় বসেই দার্জিলিংয়ের আবহাওয়া উপভোগের আনন্দ শহরবাসীর। যদিও বুধবার থেকে দক্ষিণ বঙ্গের দুই জেলায় শৈত্য প্রবাহের (cold wave) সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর পূর্বাভাসে (forecast) জানিয়েছে পশ্চিমের দুই জেলা – বীরভূম (Birbhum) এবং পূর্ব বর্ধমানে (East Burdwan) বুধবার ও বৃহস্পতিবার শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকেই বীরভূমের শ্রীনিকেতন, সিউড়ি দুই শহরের তাপমাত্রা ৬.২ ডিগ্রিতে পৌঁছেছে। যা পশ্চিমের অন্য জেলাগুলির সব শহরের থেকে সর্বনিম্ন। আগামী দুদিন সেই তাপমাত্রা আরও কমবে। সঙ্গে শৈত্য প্রবাহ কাঁপাবে পূর্ব বর্ধমানও। এর প্রভাব পড়বে নদিয়া জেলাতেও, সর্তকতা আবহাওয়া দফতরের। এছাড়াও হাওড়, হুগলি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামেও শীতল দিন দেখা যাবে আগামী তিন দিন।

আরও পড়ুন : কলকাতার পারদ নামল ১০ ডিগ্রিতে! পৌষের শীতে উত্তরকে টক্কর দক্ষিণবঙ্গের 

গোটা উত্তর ভারত (North India) এবং উত্তর-পূর্ব ভারত জুড়ে গত কয়েক দিন ধরে তাপমাত্রার ব্যাপক নিম্নগামিতা ও ঘন কুয়াশার (dense fog) প্রভাব দেখা গিয়েছে। জাতীয় আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে, বুধবার দেশের উত্তর-পশ্চিম থেকে উত্তর-পূর্ব পর্যন্ত অন্তত ২০টি রাজ্যে প্রবল কুয়াশার দাপট বজায় থাকবে। দিনের বেলায় সূর্যের আলো তো দূরের কথা, কুয়াশার জেরে দৃশ্যমানতা অত্যন্ত কমে যাবে। এই ২০টি রাজ্যের তালিকায় বাংলাও রয়েছে।

spot_img

Related articles

বারামতিতে অবতরণের সময় ভেঙে পড়ল অজিত পাওয়ারের বিমান, গুরুতর আহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী!

দুর্ঘটনার কবলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar)। বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে (Baramati Airport) অবতরণ করার সময়...

শুরু হচ্ছে সংসদের প্রথম দফার বাজেট অধিবেশন, আজ স্ট্র্যাটেজি নিয়ে বৈঠক বিরোধীদের 

বুধবার থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন(Central budget session) । আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে।...

আজ সিঙ্গুরে মমতার সভা, বড় ঘোষণার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল!

বুধবার হুগলি জেলার সিঙ্গুরে (Singur) সভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার পালাবদল আন্দোলনের অন্যতম...

আজকের রাশিফল

মেষ: ঘরের কোণে আজ সানাইয়ের সুর বাজার অপেক্ষা। শুভ কাজে বাধা কেটে যাবে। পকেটে টান পড়ার ভয় নেই,...