মঙ্গলের সকালে কেঁপে উঠলো জাপানের মাটি (earthquake in Japan)। রিখটার স্কেল বলছে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। সুনামি সতর্কতা (Tsunami alert) জারি করা হয়নি বটে কিন্তু আপাতত বুলেট ট্রেন (bullet train) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শিমানে এলাকার এই কম্পন ‘আপার-৫’ মাত্রায় নথিভুক্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জানা গেছে এদিন প্রথম যে ভূমিকম্প হয় তার কেন্দ্রস্থল ছিল পূর্ব শিমানে প্রিফেকচার। এখান থেকে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের দূরত্ব মাত্র ৩২ কিলোমিটার। যদিও সেখানে কাজ বন্ধ হয়নি বলেই খবর। পশ্চিম জাপান রেলওয়ে অবশ্য জানিয়েছে, ভূমিকম্পের পর শিন-ওসাকা এবং হাকাতার মধ্যে শিনকানসেন বুলেট-ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। মূল কম্পনের পর বেশ কয়েকটি আফটার শক অনুভূত হওয়ার খবরও মিলেছে।

–
–

–

–

–

–

–

–


