যতটা গর্জালেন ফেসবুকে ততটা বর্ষালেন না। বেটিং-গট আপের প্রমাণ দেবেন সোশ্যাল মিডিয়ায় গরম করেছিলেন সৌরভ পাল(Sourav pal)। নিজে আইএফএ-র সহ সভাপতি, কিন্তু আইএফএ-র মিটিংয়ে না বলে সাংবাদিক সম্মেলন করে তুললেন একগুচ্ছ অভিযোগ। বেঙ্গল সুপার লিগ(Bengal Super League) নয়, বরং তাদের আক্রমণের কেন্দ্রবিন্দুতে আইএফএ সচিব।

মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলেন করেন আইএফএ -দুই সহ সভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন নাসিম আখতার, অনিত ঘোষ, রঞ্জন চৌধুরী ।তবে বেঙ্গল সুপার লিগে যে কোনও বেটিং বা ফিক্সিং হচ্ছে সে বিষয়ে কোন কথাই বললেন না। ঘুরে ফিরে বার বার বললেন কলকাতা লিগের কথা।

সাংবাদিক সম্মেলনে শ্রাচির বিরুদ্ধে যতটা বললেন তার থেকে বেশি কথা বললেন আইএফএ র বিরুদ্ধে। সৌরভ পাল অভিযোগ করেন, “বেশ কিছু ম্যাচ ফিক্সিং হচ্ছে কিছু কিছু সময় খেলার সময় ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে। বেটিং অ্যাপে খেলা দেখা যাচ্ছে। আমরা এই বিষয়ে সব তথ্য আইএফএ কে দিয়েছি। কিন্তু আইএফএ জেগে ঘুমাচ্ছে। আমরা সঠিক তদন্ড দাবি করছি। পুলিশের কাছে সব ভিডিও তুলে দেওয়া হয়েছে। কেন কলকাতা লিগ শেষ হওয়ার পর আইএফএ পুলিশের কাছে গেল।”
তাঁকে প্ৰশ্ন করা হয়েছিল আইএফএ-র শীর্ষ পদে থেকে কেন তিনি অভ্যন্তরীণ ভাবে না বলে বাইরে বলছেন এই নিয়ে সৌরভ পাল বলেন, “এটা দুর্ভাগ্য বাইরে এই কথা গুলো বলতে হচ্ছে। আইএফএ কি অন্ধ নাকি সব প্রমাণ তো সামনেই রয়েছে।” এমনকি সাংবাদিকদের প্রশ্নের সামনে মেজাজ হারিয়ে বসেন সৌরভ। রেগে আক্রমণ করে বসেন শ্রাচির শীর্ষ কর্তাকে। ঢাল করতে নিজের ক্লাবের অতীত কাহিনী তুলে ধরেন সাদার্ন কর্তা সৌরভ।

এবিষয়ে বিশ্ব বাংলা সংবাদকে ফোনে শ্রাচির স্পোর্টস ডিরেক্টর তমাল ঘোষাল বলেন, “গোটা বিষয়টি পুলিশের তদন্ত সাক্ষেপ, আমরা পুলিশের তদন্তে উপর আস্থা রাখছি। তাদের কোনও অভিযোগ থাকলে সেটা পুলিশকে জানাক পুলিশ তদন্তের সঙ্গে জুড়ে নেবে। আমাদের আইনি বিভাগ আজকে তাদের বক্তব্য খতিয়ে দেখছেন। সংশ্লিষ্ট বক্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা তা আলোচনা করে ঠিক হবে। আমরা তাই লিগ থেকে নতুন প্রতিভা উঠে আসুক।”

নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্য নিয়েই শ্রাচি ও আইএফএ র যৌথ উদ্যোগে শুরু হয়েছে বেঙ্গল সুপার লিগ। নতুন প্রতিভা তুলে আনতে এই লিগ শুরু করেছে শ্রাচি ও আইএফএ। বাংলার জেলায় জেলায় শুরু হয়েছে এই লিগ। কিন্তু এই লিগকে কালিমালিপ্ত করতে ময়দানে নেমেছেন আইএফএ এর একাংশ। আইএফএ গোষ্ঠী কোন্দলের প্রভাব পড়ল লিগের উপরেই। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় পদত্যাগ না করেই আইএফএ-র বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন সৌরভ পাল। স্বরূপ বিশ্বাস বলেন, আমাদের আরও সতর্ক থাকতে হবে। আরও উদ্যোগী হতে হবে।

–

–

–

–


