Wednesday, January 28, 2026

মুখ্যমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন! সন্দেশখালি পেতে চলেছে নতুন সেতু 

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণামতো সন্দেশখালি অবশেষে পেতে চলেছে বহু প্রতীক্ষিত নতুন সেতু। দীর্ঘদিনের দাবি পূরণে রাজ্য প্রশাসনের উদ্যোগে সন্দেশখালি ২ নম্বর ব্লকের বেড়মজুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েতকে সংযোগকারী ধুলিয়া খালের উপর স্টিলের সেতু নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা হল।

প্রায় ৩ কোটি ৯১ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয়ে ২০ মিটার দীর্ঘ এই সেতু নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে প্রশাসনের আশা। সেতু নির্মাণ কাজের শিলান্যাস করেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডাঃ হোসেন মেহেদী রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাখাঁর মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক, সন্দেশখালি ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণ কুমার সামন্ত, সন্দেশখালি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বলাই ঘোষ-সহ প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা।

গ্রামবাসীদের অংশগ্রহণকে গুরুত্ব দিতে স্থানীয় মহিলাদের হাত দিয়েই নারকেল ফাটিয়ে সেতু নির্মাণের সূচনা করা হয়। এই দৃশ্য অনুষ্ঠানে আলাদা আবেগের সঞ্চার করে। স্থানীয়দের বক্তব্য, ধুলিয়া খালের জন্য এতদিন বেড়মজুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ ছিল। বর্ষাকালে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, অসুস্থ মানুষ ও সাধারণ বাসিন্দাদের বিপদের মধ্যে পড়তে হতো। জরুরি পরিষেবা পেতেও সমস্যা হতো।

নতুন সেতু চালু হলে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও ব্যবসা-বাণিজ্য—সব ক্ষেত্রেই উপকৃত হবেন হাজার হাজার মানুষ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করে সেতুটি মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর ঘোষণার দ্রুত বাস্তবায়ন দেখে খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, এই সেতু সন্দেশখালির যোগাযোগ ব্যবস্থাকে নতুন গতি দেবে এবং এলাকার সামগ্রিক উন্নয়নের পথ আরও প্রশস্ত করবে।

আরও পড়ুন – ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির পর চোখ খুলল ইউরোপের! NATO-র বার্তা আমেরিকাকে

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

এভাবেই ভেঙে পড়বে বিজেপি! মেদিনীপুরে বিজেপির সভামঞ্চ ভেঙে পড়ায় কটাক্ষ তৃণমূলের

মেদিনীপুরে বিজেপির রাজনৈতিক অনুষ্ঠান চলাকালীন আচমকাই ভেঙে পড়ল মঞ্চ। হেলে পড়লেন রুদ্রনীল ঘোষসহ জেলা বিজেপির নেতৃত্ব। কোনওমতে পরিস্থিতি...

নীতীনের সফর, না মোনালির গান! বিজেপির পোস্টে বিনোদনের প্রচার, দ্বন্দ্ব দলের অন্দরেই

সামনেই হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। রাজ্য বিজেপির নড়বড়ে সাংগঠনিক অবস্থাকে চাঙ্গা করতে সর্বভারতীয় সভাপতি আসবেন। অথচ বিজেপির অফিশিয়াল পেজ...

দুমাসে প্রতিশ্রুতি পূরণ: অভিষেকের নির্দেশ মেনে বালিতে ব্যাপক রাস্তা সংস্কার

মানুষের স্বার্থে মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত ৪ সেপ্টেম্বর হাওড়া সদর ও গ্রামীণের সাংগঠনিক বৈঠক ডেকেছিলেন তৃণমূল...

প্রধানমন্ত্রীর ‘অপপ্রচারের’ জবাব দিতে বুধে সিঙ্গুরে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর! তুলে দেবেন ‘বাংলার বাড়ি’-র টাকা

প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সফরের রেশ কাটতে না কাটতেই এবার সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপির কুৎসার জবাব দিতে চলেছেন...