Wednesday, January 7, 2026

চা-বাগানের শিশুসাথী: মুখ্যমন্ত্রীর উদ্যোগে চা-বাগানে স্কুলবাস, নিরাপদ পথে পড়ুয়ারা

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগেই বাস্তবায়িত হল চা-শ্রমিক সন্তানদের বহু দিনের দাবি। ঝুঁকিপূর্ণ যাতায়াতের অবসান ঘটিয়ে নির্দিষ্ট দিনেই আলিপুরদুয়ার জেলার চা-বাগান এলাকায় চালু হল বিশেষ স্কুলবাস পরিষেবা। সোমবার থেকে জেলার পাঁচটি চা-বাগান রুটে এই পরিষেবা শুরু হয়েছে। প্রতিটি বাসে লেখা— ‘চা-বাগানের শিশুসাথী’।

দীর্ঘ দিন ধরে চা-শ্রমিকদের সন্তানদের ট্রাক ও লরিতে করে স্কুলে যেতে হত। দুর্ঘটনার আশঙ্কা থাকলেও বিকল্প কোনও ব্যবস্থা ছিল না। বিষয়টি জানার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগী হয়ে শ্রমিক সন্তানদের নিরাপদ যাতায়াতের প্রতিশ্রুতি দেন। তাঁর নির্দেশেই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয় রাজ্য সরকার। গত ৩ জানুয়ারি আলিপুরদুয়ার সফরে এসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন এবং ঘোষণা করেন, ৬ জানুয়ারি থেকেই বাস পরিষেবা চালু হবে। প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট দিনেই পরিষেবা শুরু হওয়ায় খুশি চা-শ্রমিক পরিবার ও পড়ুয়ারা।

এর আগে এই সমস্যা সংসদে তুলেছিলেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। কেন্দ্রীয় স্তরে কোনও সহায়তা না মিললেও রাজ্য সরকারের উদ্যোগেই দ্রুত সমাধান সম্ভব হয়েছে বলে দাবি তৃণমূলের। পরিষেবা চালু হওয়ার পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন। চা-বাগান এলাকার উন্নয়ন ও শ্রমিকদের অধিকার রক্ষায় রাজ্য সরকারই ভরসা।

আলিপুরদুয়ারের সহকারী শ্রম আধিকারিক গোপাল বিশ্বাস জানান, শ্রম দফতরের উদ্যোগে নতুন পাঁচটি বাস চা-বলয়ের পড়ুয়াদের স্কুল যাতায়াতের জন্য দেওয়া হয়েছে। টোটোপাড়া, লঙ্কাপাড়া, ঢেকলাপাড়া, মুজনাই ও সেন্ট্রাল ডুয়ার্স চা-বাগান রুটে এই বাসগুলি চলবে। বাসগুলি শ্রম দফতর কিনে দিলেও রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে থাকবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। প্রতিটি বাসে থাকবেন একজন চালক ও একজন সহায়ক। প্রয়োজনে একাধিক ট্রিপও চালানো হবে। মুখ্যমন্ত্রীর সরাসরি উদ্যোগে সন্তানদের স্কুলযাত্রা নিরাপদ হওয়ায় স্বস্তিতে অভিভাবকেরা। তাঁরা রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুন- রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড়সড় রদবদল! বদলি ২৬ আধিকারিক

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বেতনবৃদ্ধিসহ ৮দফা দাবিতে আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

১৬ দিন কর্মবিরতির পর এবার স্বাস্থ্যভবন অভিযান আশাকর্মীদের! যার জেরে বুধবার কার্যত ধুন্ধুমার পরিস্থিতি স্বাস্থ্যভবন চত্বরে। অভিযান শুরু...

মঙ্গলের মাটিতে অষ্টম আশ্চর্য! অনন্য আবিষ্কার বিজ্ঞানীদের

মঙ্গলের মাটিতে অষ্টম আশ্চর্যের হদিশ পেলেন মহাকাশ বিজ্ঞানীরা। যত দিন যাচ্ছে, লাল গ্রহের বিস্ময় ক্রমশই প্রকাশ পাচ্ছে। এই...

দেশের বিচারপতিরা সংখ্যালঘুদের জামিন দিতে ভয় পাচ্ছেন: দাবি প্রাক্তন আইনজীবী দাভের

বরাবর স্পষ্টবক্তা ও গণতন্ত্রের কণ্ঠরোধকারীদের বিরোধী স্বর হিসাবে তিনি পরিচিত। ৪৮ বছরের আইনজীবীর জীবনে ইতি টেনে সাধারণ মানুষকে...

মোহনবাগান-ইস্টবেঙ্গলের নাম বিকৃত উচ্চারণ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে কটাক্ষ কুণালের

আইএসএল জট কাটাতে পারেনি এআইএফএফ(AIFF)। শেষ পর্যন্ত আসরে নামতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। দীর্ঘ টানাপোড়েনের পর মঙ্গলবার আইএসএলের দিনক্ষণ...