বুধবার থেকে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শুরু হচ্ছে টাটা স্টিল চেস ইন্ডিয়া (Tata Steel Chess India)। দেশ বিদেশের একাধিক বিখ্যাত দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিশ্বনাথন আনন্দ ( Viswanathan Anand)। প্রায় ৬ বছর পর আবার কলকাতায় খেলতে নামছেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার একটি পাঁচতলা হোটেলে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হল।

বয়সে অনেক ছোট প্রতিযোগীদের মোকাবিলা করতে হবে আনন্দকে ( Viswanathan Anand)। একাধিক শিষ্যের চ্যালেঞ্জ আনন্দকে সামলাতে হবে তাঁকে ৷ পুরুষদের সূচি- বিশ্বনাথান আনন্দ বনাম ওয়েসলি সো, উই ই বনাম নিহাল সারিন, অরবিন্দ চিথাম্বরম বনাম রমেশবাবু প্রজ্ঞানন্দ,অর্জুন এরিগাইসি বনাম বিদিথ গুজরাটি, হান্স নিয়েমান বনাম ভোলোদার মুরজিন।

বর্তমানে দুরন্ত ছন্দে আছেন প্রজ্ঞানন্দ-অর্জুনরা। কনিষ্ঠদের সঙ্গে লড়াইটা উপভোগ করতে চান আনন্দ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কলকাতায় ফের খেলতেন নামতে পেরে তার অত্যন্ত ভালো লাগছে।

মহিলাদের বিভাগে খেলবেন বিশ্বচ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ ৷ এছাড়াও থাকছেন আর বৈশালী, দ্রনোভালি হারিকা ৷ ওপেন এবং মহিলা বিভাগে র্যাপিড এবং ব্লিৎজে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট ৷ উভয় ক্ষেত্রেই সমান পুরস্কার মূল্য থাকছে এবারের প্রতিযোগিতায় ৷ টুর্নামেন্ট ডিরেক্টর হিসাবে থাকছেন সর্বভারতীয় দাবা সংস্থার সহসভাপতি দিব্যেন্দু বড়ুয়া ৷ তিনি জানিয়েছেন ফলাফলটা বড় কথা নয় আনন্দের অংশগ্রহণ করাটাই বড় কথা আমিও মুখেই আছি আনন্দের খেলা দেখার জন্য এই প্রতিযোগিতা দারুন হবে।


কয়েকদিন আগে বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে বিড়ম্বনার মধ্যে ফেলে দিয়েছিলেন অর্জুন যদিও অতীত ভুলে সামনে তাকাতে যান তরুণ এই দাবাড়ু। এই টুর্নামেন্টে ভালো খেলায় পাখির চোখ অর্জুনের।

–

–

–



