২০২৬ না কি বাংলায় পরিবর্তন হবে। আর উনি তখন মন্ত্রী হতে চান। নদিয়া জেলার কুপার্স ক্যাম্পে আয়োজিত পরিবর্তন সংকল্প সভা থেকে এই ইচ্ছে প্রকাশ করলেন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রাক্তন RSS কর্মীর মুখে এই কথা মানায় না। মন্তব্য তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। মোদি জমানায় তো সাংসদ ছিলেন- মন্ত্রী হননি কেন দিলীপ! প্রশ্ন তৃণমূল নেতার।

আদি-নব্যর দ্বন্দ্ব বেশি কিছু বছর দলে কোণঠাসা থেকে ছাব্বিশের নির্বাচনের আগে ফের সক্রিয় হয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর স্বমহিমায় ফিরে ফের মন্তব্য করে রাজ্য রাজনীতির হাওয়া গরম করছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কুপার্স ক্যাম্পে বিজেপি সভায় দিলীপ বলেন, “পশ্চিমবঙ্গে গতবারও পরিবর্তনের চেষ্টা হয়েছিল। অর্ধেক হয়ে আটকে গিয়েছে। সে জন্য গ্রামে গঞ্জে লড়াই শুরু করেছি… ঘরে ঘরে সভা হচ্ছে। পরিবর্তন তো এমনিতেই হবে। পরিবর্তনই তো যুগের নিয়ম। তবে আমরা একটু তাড়াতাড়ি চাইছি।“ তার পরেই নিজের মনের ইচ্ছে প্রকাশ করেন দিলীপ। বলেন, “নিশ্চয়ই মন্ত্রী হব। মন্ত্রী তো হতেই হবে, না হলে আপনাদের সুবিধা দেব কীভাবে? গরিব মানুষের জীবনের পরিবর্তন করব কীভাবে?”

এই কথার পাল্টা কটাক্ষ করেন কুণাল ঘোষ। তাঁর কথায়, “রাজনীতির লোকেদের এই প্রবণতা সুস্থ ভাবনা চিন্তার লক্ষণ নয়। দিলীপবাবু পুরনো আরএসএস কর্মী। তাঁর ক্ষেত্রে এটা মানসই নয়।“ এর পরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, দিলীপ ঘোষের সঙ্গে তাঁদের রাজনৈতিক লড়াই থাকতে পারেন, কিন্তু তিনি মনে করেন তপন শিকদারের পরে দিলীপই রাজ্য বিজেপির সফলতম সভাপতি। শেষে কুণালের মন্তব্য, সবাই তো ক্ষমতার কাছে থাকতে চায়। দিলীপও সেই স্রোতে ভেসে যেতে চাইছেন। এর পরেই তীব্র কটাক্ষ করে কুণাল বলেন, মোদি জমানায় তো সাংসদ ছিলেন দিলীপ। তখন কেন তাঁকে মন্ত্রী করা হয়নি? কেন তখন মন্ত্রী হতে চাননি দিলীপ! কেন্দ্রীয় মন্ত্রী হলেও তো মানুষের কাজ করতে পারতেন।- খোঁচা কুণালের। ছাব্বিশে তৃণমূলই সরকার গড়বে- দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।
–

–

–

–

–

–

–


