রাস্তাই আমাদের রাস্তা- আইপ্যাকের (I-PAC) বিরুদ্ধে হানার প্রতিবাদে এবার রাজপথে মিছিল করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার দুপুরে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু করে হাজরায় মিছিল শেষ হয়। মিছিল শুরুর আগে তৃণমূল সভানেত্রী বলেন, “আপনাদের সমর্থন বাংলার মানুষকে সারা বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবে।“

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সাংসদ দেব, জুন, সায়নী, বিধায়ক সোহম, লাভলি-সহ তৃণমূলের অন্য সাংসদ, বিধায়কেরা। ছিলেন টেলি-টলি তারকা-সৌমিতৃষা, ভিভান, রণিতা, সুভদ্রারা। বিকেল ৩টে নাগাদ যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু করেন মমতা। শুরু করার আগে যাদবপুরে মুখ্যমন্ত্রী বলেন, “এই অঞ্চলের সকল নাগরিকবৃন্দকে, মা-মাটি-মানুষকে প্রণাম, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আপনাদের সমর্থন বাংলার মানুষকে সারা বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবে।“

কেন প্রতিবাদ মিছিল? তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, “দিল্লির বঞ্চনা, লাঞ্ছনা, অত্যাচার, অপমান, অসম্মান, ২ কোটি মানুষের ভোট কেটে দেওয়া হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে- তার বিরুদ্ধে রাস্তাই আমাদের রাস্তা। এটা নেতাজির কথা।“ তাঁর কথায়, “যাদবপুরের মাটি লড়াইয়ের মাটি। উদ্বাস্তুদের মাটি।“ মিছিল শুরুর আগে মমতা যাদবপুরের প্রত্যেককে ধন্যবাদ জানান। বলেন, “আপনাদের সমর্থন বাংলার মানুষকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবে। দিল্লির লাঞ্ছনা, বঞ্চনা, অত্যাচার, অপমান, অসম্মান। বাংলার মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে রাস্তাই রাস্তা দেখাবে। যাদবপুরের মাটি লড়াইয়ের মাটি।”
আরও খবর: এবার আইপ্যাক-এ ইডি হানার বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক, নদিয়ায় বাধলেন তৃণমূলের টার্গেট
জনস্রোতে এগিয়েছে মিছিল। জননেত্রীকে সমর্থন জানাতে রাস্তার দু’পাশে অগণিত মানুষের ভিড় করেছিলেন।

–

–

–

–

–

–
–
–
–


