Sunday, January 11, 2026

শীতের রাতে রাস্তায় ক্রীড়াবিদরা, যোগী রাজ্যে বক্সিং চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত অব্যবস্থা

Date:

Share post:

নজিরবিহীন অব্যবস্থা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে ( National Boxing Championships)। যোগী রাজ্য উত্তরপ্রদেশের(UP) গ্রেটার নয়ডার (Greater Noida) গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে ( GB University) বসেছে জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের আসর। কিন্তু টুর্নামেন্ট চলাকালীন প্রবল শীতের রাতে বক্সার (Boxer), কোচ, সাপোর্ট স্টাফদের ঘর থেকে বের করে দেওয়া হল।

শুক্রবার রাতে খেলা শেষ হওয়ার পর বিভিন্ন রাজ্যের কোচ-খেলোয়াড়রা তাদের নির্দিষ্ট হোটেলে এবং লজে ফেরেন। কিন্তু  হোটেলে ফিরে দেখেন তাদের ব্যাগ-ল্যাগেজ বার করে দেওয়া হয়েছে। হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় বুকিংয়ের নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ফলে ৬-৭ ডিগ্রি তাপমাত্রায়  খোলা আকাশের নীচেই তাদের কাটাতে হয়। শেষ পর্যন্ত টুর্নামেন্ট আয়োজকরা গভীর  রাতে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকার ব্যবস্থা করা হয়।

প্রশ্ন উঠছে যোগী রাজ্যের চূড়ান্ত অব্যবস্থা নিয়ে। জাতীয় স্তরের একটি প্রতিযোগিতায় ( National Boxing Championships) অংশ নিতে গিয়ে খোলা আকাশের নীচে ঠান্ডা থাকতে হল প্রতিযোগীদের। তাও টুর্নামেন্ট চলাকালীন। উদ্যোক্তাদের উদাসিনতা নিয়ে প্রশ্ন উঠছে।

এক রাজ্য দলের বক্সিং কোচ জানিয়েছেন, ‘‌ টুর্নামেন্টের ম্যাচ খেলে আমরা ফিরি হোটেলে সাতটা নাগাধ। আমাদের দলের সকলকে দ্রুত ঘর খালি করে দিতে বলেন কারণ হিসাবে জানানো হয়, শুক্রবার পর্যন্তই ঘরের বুকিং করা ছিল। আমাদের গভীর রাত পর্যন্ত রাস্তাতেই থাকতে হয়। পরে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকার ব্যবস্থা করা হয়।’

বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া(BFI) বিবৃতিতে জানিয়েছে, ‘‘সমস্যার কথা জানার দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়েই বা কাছাকাছি কোনও জায়গায় খেলোয়াড়, কোচদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সকলে যাতে ভাল ভাবে ঘুমোতে পারে, তা নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।’’

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...