SIR- র নামে বাংলার খেলোয়াড়দের হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদে সামিল বাংলার প্রাক্তন খেলোয়াড়রা (Ex Sportsman)। ভবানীপুর ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল। নির্বাচন কমিশনকেও চিঠি দেওয়ার ভাবনা প্রাক্তনীদের। মহম্মদ সামি হিয়ারিংয়ে ডাকা হয়েছে। প্রাক্তন ফুটবলার কম্পটন দত্ত, অলোক মুখোপাধ্যায়ের ছোট ছেলে, মেহতাব হোসেনের পরিবারের সদস্যকেও SIR- র শুনানিতে ডাকা হয়। সেই প্রতিবাদে সামিল ময়দানের প্রাক্তন খেলোয়াড়রা।

প্রথমে গোষ্ঠ পালের মূর্তির সামনে এই প্রতিবাদ কর্মসূচি হওয়ার কথা থাকলেও সেখানে গঙ্গাসাগর মেলা চলায় স্থান পরিবর্তন করে প্রতিবাদ কর্মসূচি হল ভবানীপুর ক্লাবের সামনে।

এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, অলোক মুখোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস, সঞ্জয় মাঝি, প্রশান্ত চক্রবর্তী। ছিলেন অন্য খেলার প্রতিনিধি থেকে ক্লাব কর্তারাও। খেলার মাঠে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু তার পরেও তুচ্ছ কোনও কারণে তাদের বা তাদের পরিবারের সদস্যদের শুনানিতে ডাকা হচ্ছে।
প্রতিবাদ কর্মসূচিতে সব থেকে সরব ছিলেন মানস ভট্টাচার্য। তিনি বলেন, আমরা কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে কাজ করছি না। শুনানিতে শুধু খেলোয়াড়দের নয় একইসঙ্গে বয়স্ক সাধারণ মানুষকে ডাকা হচ্ছে। গোটা বিষয়টি সময় নিয়ে হলে এত সমস্যা হত না। এখানে এসে জানলাম শামি, মেহতাবের পরিবারকে নয় আরও অনেককে ডাকা হয়েছে।


অলোক মুখোপাধ্যায় বলেন, আমরা একই সঙ্গে ফর্ম ফিলাপ করলাম তার পরেও বুঝতে পারলাম না কেন আমার ছোট ছেলেকে ডেকে পাঠানো হয়েছে। দীপেন্দু বিশ্বাস জানিয়েছেন, এসআইআরের নাম করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। আমরা চাই অবৈধ ভোটারের নাম বাদ যাক, তবে বৈধ ভোটারদের নাম থাক।

–

–

–

–

–
–


