একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) থেকে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত গড়িয়েছে। কিন্তু কলকাতা হাই কোর্টের শুনানির দেরির কারণে যে ব্যস্ততা ইডি (ED) দেখিয়েছিল কার্যত তা মাঠেই মারা গিয়েছে। সেই ১৪ জানুয়ারির হাই কোর্টের শুনানিতে প্রথমবার মামলা আদালতে উঠতে চলেছে। তবে তার আগে সতর্ক কলকাতা হাই কোর্ট। যেভাবে শুক্রবার হট্টগোলের জেরে শুনানি মুলতুবি করে দিতে হয়, তার পুণরাবৃত্তি যাতে না হয়, তার জন্য জারি হল একাধিক নির্দেশিকা।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

মঙ্গলবারই আইপ্যাকের সল্টলেক অফিসে ইডির তল্লাশি অভিযান সংক্রান্ত মামলার শুনানির আগে এজলাস নিয়ন্ত্রণ করল হাইকোর্ট। সন্ধ্যায় প্রশাসনিক নির্দেশ জারি করে হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল (CJ Sujoy Pal) জানান, বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে বুধবার। শুনানির পুরো অংশ ভিডিও রেকর্ডিং ও সরাসরি সম্প্রচার হবে। শুধু মামলাকারী, তাঁদের আইনজীবী, সরকারি আইনজীবী ও সংশ্লিষ্ট আদালত কর্মীর প্রবেশাধিকার থাকছে। রুদ্ধদ্বার শুনানি হবে।
–

–

–

–

–

–

–


