Wednesday, January 14, 2026

নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয় ক্যাম্পের প্রচার: তৃণমূল কর্মীদের মারধর বিজেপির

Date:

Share post:

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গণ্ডি ছাড়িয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প পা রাখতে চলেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে (Nandigram)। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নন্দীগ্রামে বৃহস্পতিবার সেবাশ্রয় ক্যাম্প (Sebaashray camp) শুরুর আগে থেকেই ছিল সাজ সাজ রব। তার মধ্যেই ছন্দপতন বিজেপির গুণ্ডাগিরিতে। ক্যাম্পের প্রচারে ব্যানার লাগাতে চাওয়া তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের (BJP workers) বিরুদ্ধে। স্পষ্টত বিজেপি যে বাংলায় যে কোনও উন্নয়নমূলক বা গঠনমূলক কাজের জন্যই একটি বড় বাধা তা আরও একবার প্রমাণ হয়ে গেল বুধবার।

বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন নিজেই করবেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই মতো বুধবার প্রস্তুতি চূড়ান্ত করছিলেন রমচকের তৃণমূল কর্মীরা। নন্দীগ্রাম ২ ব্লকের এই এলাকায় ব্যানার লাগানোর কাজের সময়ই চড়াও হয় বিজেপির দুষ্কৃতীরা। প্রথমে বাধা দেওয়া হয় ব্যানার (banner) লাগাতে। তৃণমূল কর্মীরা তা নিয়ে বাকবিতণ্ডায় জড়ালে তাদের মারধর করে ব্যানার ছিঁড়ে দেয় বিজেপি কর্মীরা (BJP workers)।

গণ্ডগোলের জেরে ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ (Nandigram Police Station)। এই হামলায় গুরুতর আহত হন তৃণমূল কর্মী মনোজকুমার সামন্ত। তৃণমূলের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে ক্যাম্প শুরুর উপর কোনও প্রভাব পড়বে না বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

আরও পড়ুন : নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা অভিষেকে, চালু করবেন ‘সেবাশ্রয়’

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৃহস্পতিবার নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে দুটি সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন হবে। দুই ক্যাম্পে নন্দীগ্রামের শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। নন্দীগ্রাম-১ শিবিরের উদ্বোধন করবেন তিন শহিদ ভগীরথ মাইতির স্ত্রী সুষমা, শেখ সেলিমের ভাই সানোয়ার ও শেখ রেজাউলের স্ত্রী সায়রা বিবি। অন‌্যদিকে, নন্দীগ্রাম-২ শিবিরের উদ্বোধন জমি আন্দোলনে বাম সরকারের পুলিশের গুলিতে চার শহিদ রবীন মান্না, শেখ ইয়াসিন, সুরজিৎ খাটুয়া এবং হরেন প্রামাণিকের পরিবারের সদস‌্যদের হাত দিয়ে হবে।

spot_img

Related articles

বিধানসভা ভোটের আগেই রাজ্যসভা নির্বাচন, প্রস্তুতি শুরু কমিশনের

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার নির্বাচন করানোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী ২ এপ্রিল...

প্রকল্প দ্রুত সম্পাদনে সক্রিয় ও কার্যকর নজরদারি

অলকেশ কুমার শর্মা ভারতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল পরিকাঠামো ক্ষেত্র। উন্নতমানের পরিকাঠামো কেবল উন্নত পরিষেবার স্থায়ী চাহিদাই সৃষ্টি...

রাজনৈতিক কথা নয়, রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা: অভিষেকে মুগ্ধ রঞ্জিত

ছক ভেঙে নিজে গিয়ে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরিফ রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

জেলাশহরে ইএসআই পরিষেবা জোরদার করতে নতুন সার্ভিস ডিসপেনসারি

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিবারের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও মজবুত করতে জেলাশহরগুলিতে নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।...