একদিকে দেশজুড়ে বিক্ষোভ অন্যদিকে ক্রমাগত ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) চোখরাঙানি- দুয়ের জেরে পিছু হটতে বাধ্য হলো ইরান (Iran)! বিক্ষোভে সামিল হয়ে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতার বিরুদ্ধে স্লোগান দেওয়ার অপরাধে ইরফান সোলতানির (Erfan Soltani) মৃত্যুদন্ডের আদেশ স্থগিত করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট (US President)। পাশাপাশি আমেরিকার হামলার আশঙ্কায় নিজের দেশের আকাশসীমা বন্ধ করল ইরান। বৃহস্পতিবার থেকেই অসামরিক বিমান পরিষেবা চলছে না। এই নিয়েও একটি বিবৃতি প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া (Air India)।

মার্কিন সাইবার হামলার আশঙ্কায় পশ্চিম এশিয়ার দেশটিতে সরকারি অফিসের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। অসামরিক বিমান পরিষেবায় এর প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। ফলে সে দেশে থাকা ভারতীয়রা কীভাবে ফিরবেন তা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এক্স হ্যান্ডেলে এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে বিবৃতিতে বলা হয়েছে, “উদ্ভূত পরিস্থিতির কারণে ইরানে আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই অঞ্চলের আকাশসীমার উপর দিয়ে যাতায়াতকারী এয়ার ইন্ডিয়ার বিমানগুলি এখন বিকল্প পথ ব্যবহার করছে। এর জেরে বিলম্ব হতে পারে।” পাশাপাশি কিছু বিমান বাতিল হতে পারে বলেও যাত্রীদের সতর্ক করা হয়েছে। আমেরিকার হুমকির ফলে হামলার আশঙ্কায় ইরান আকাশসীমা বন্ধ করেছে বলে মনে করছে কূটনৈতিক মহল। যদিও সোলতানির মৃত্যুদন্ড বাতিল করা নিয়ে তেহরানের তরফে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি।

–
–

–

–

–

–

–

–


