রাজ্যের আবেদনে সাড়া দিয়ে জয়েন্ট এন্ট্রান্স মেইন (Joint Entrance Main)-এর পরীক্ষা পিছিয়ে দিল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (NTA)। এরপরেই শুভেচ্ছা বার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার ২৩ জানুয়ারি পড়েছে সরস্বতী পুজো। এছাড়াও ওইদিন নেতাজির জন্মদিন হওয়ায় এমনিতেই ছুটি থাকে। তাই রাজ্যের তরফে এনটিএ-র কাছে ঐদিনের পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছিল।

Earlier GOI/ National Testing Agency had scheduled Joint Entrance Examinations on 23 January, which happens to be Netaji’s birthday and Saraswati Puja, which the students are expected and habituated to celebrate with respect. This put our students into difficulty and I…
— Mamata Banerjee (@MamataOfficial) January 15, 2026
এই নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, এর আগে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা ২৩ জানুয়ারী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময়সূচী নির্ধারণ করেছিল, যা নেতাজির জন্মদিন এবং সরস্বতী পূজা। শিক্ষার্থীরা ওই দিনটি শ্রদ্ধার সাথে উদযাপন করে অভ্যস্ত। পরীক্ষা থাকায় তা আমাদের শিক্ষার্থীদের অসুবিধার মধ্যে ফেলেছিল এবং আমি দিনটি পরিবর্তনের দাবি জানাই।
আমার হস্তক্ষেপের কারণে, জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা একটি বিকল্প পরীক্ষার তারিখ দেওয়ার ব্যবস্থা করেছে। যাতে তারা সেই দিন দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করার সুযোগ পাবেন। আরও পড়ুন: SIR-এর চাপে ব্যাহত ক্লাস! লেখাপড়ার ঘাটতি মেটাতে ‘বাংলার শিক্ষা’ পোর্টালে এবার ডিজিটাল লার্নিং

In view of the representations received from candidates in the state of West Bengal regarding the celebration of Saraswati Puja on 23 rd January 2026, it has been decided that all candidates scheduled to appear for JEE (Main) in West Bengal on 23 rd January 2026 shall be allotted…
— National Testing Agency (@NTA_Exams) January 15, 2026
এনটিএ-র সূচি অনুযায়ী, আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি জয়েন্টে মেনের (JEE Main) পেপার-১ পরীক্ষা হওয়ার কথা ছিল। ২৯ জানুয়ারি হবে পেপার-২ পরীক্ষা। বি.ই, বি.টেকের জন্য পেপার-১ পরীক্ষা দু’ধাপে হওয়ার কথা ছিল। সকাল ৯টা থেকে ১২টা এবং দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারিত ছিল। ২৯ তারিখ বি.আর্ক (আর্কিটেকচার) পরীক্ষা হবে সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। এদিন এনটিএ এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ২৩ জানুয়ারির পরীক্ষার দিন বদল করা হয়েছে। তবে পরিবর্তিত সূচি জানানো হয় নি। এ বিষয়ে পরে দিন ঘোষণা করবে সংস্থা।
–

–

–

–

–

–

–
