এসআইআরের (SIR Deaths) চাপে মৃত্যুমিছিল! এসআইআর নিয়ে মানুষের হয়রানির মাঝেই এবার পূর্ব যাদবপুরের মুকুন্দপুর এলাকায় এক বিএলওর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম অশোক দাস। বৃহস্পতিবার সকালে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান বাড়ির লোকজন। পরিবারের তরফে বলা হয়েছে এসআইআর সংক্রান্ত চাপ চলছিল অনেকদিন ধরেই। তবে এমন সিদ্ধান্ত তিনি কেন নিলেন সেটা যদিও তাঁরা জানেন না। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ঘটনাস্থল পরিদর্শন করে কীভাবে এই ঘটনা ঘটল সেই নিয়ে বিশদে আলোচনা করেন তিনি।

পূর্ব যাদবপুরের মুকুন্দপুর এলাকার অহল্যা নগরে অশোক দাসের বাড়ি। পেশায় তিনি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকার বহরু হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন। পূর্ব যাদবপুরের চিতকালিকাপুর এফ.পি. স্কুলের ১১০ নম্বর ভোটকেন্দ্রের বিএলও হিসাবে কর্মরত ছিলেন। এদিন সকালে নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা অশোক দাসকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের দিদি এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, এসআইআর সংক্রান্ত মারাত্মক চাপ ছিল অশোকবাবুর। কীভাবে মৃত্যু হতে পারে এভাবে সেটা তদন্ত করে দেখা উচিৎ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুন: জালনোট-আগ্নেয়াস্ত্রসহ মুর্শিদাবাদে গ্রেফতার ৩

–
–

–

–

–

–

–

–


