আইনি জটিলতায় পড়লেন টলিপাড়ার আলোচিত জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান (Yash Dasgupta and Nusrat Jahan)। প্রযোজনা সংক্রান্ত আর্থিক লেনদেনের অভিযোগে এবার দিল্লি হাইকোর্ট (Delhi High Court) থেকে তাঁদের বিরুদ্ধে সমন জারি করা হলো। নায়ক-নায়িকার প্রোডাকশন কোম্পানি সহ প্রযোজনা সংস্থাকে প্রাপ্য টাকা দেয়নি বলে অভিযোগ করা হয়েছে। যদি ওই ঘটনায় তারকা যুগলের প্রতিক্রিয়া মেলেনি।

দিল্লির জেনিথ মিডিয়া লিমিটেডের (Zenith Media Limited) সঙ্গে মিলে নিজেদের প্রযোজনা সংস্থার ব্যানারে প্রথম ছবি করেন যশ-নুসরত। সিনেমার নাম ছিল ‘সেন্টিমেন্টাল’, পরিচালনায় বাবা যাদব (Baba Yadav)। বক্সঅফিসে ছবি চলেনি। ঠিক তার পরের বছর বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়কে (Mousumi Chatterjee) নিয়ে ‘আড়ি’ নামের একটি সিনেমাও করেছিলেন টলিউডের চর্চিত রিয়েল লাইফ জুটি। সে ছবিও ফ্লপ। যদিও নায়ক-নায়িকার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে বোঝার উপায় নেই যে তাঁদের হাতে বড় কোনও সিনেমা বা সিরিজের কাজ নেই। চুটিয়ে ফটোশুট এবং ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করে চলেছেন।


তবে এবার জানা গেল সিনেমা ফ্লপ হওয়ার পাশাপাশি সেই ছবির সহ প্রযোজনা সংস্থার প্রাপ্য টাকা এতদিন ধরে আটকে রেখেছেন তাঁরা। ঘটনার কথা জানাজানি হতেই বিনোদন দুনিয়ার গ্ল্যামারের আড়ালে তারকাদের পেশাদার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দিল্লির জেনিথ মিডিয়া লিমিটেড বারবার বৈঠক এবং ইমেইল করলেও প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার ব্যাপারে কোনও পদক্ষেপ করেননি তারকা যুগল, বলে অভিযোগ। শেষমেষ আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নেয় প্রযোজনা সংস্থা। সেই মামলাতেই যশ ও নুসরতকে সমন পাঠানো হল।
–

–

–

–

–

–

–
–
–


