হিরণকে নিইনি, ২ বিজেপি বিধায়ক আসতে চায়: জনতার দাবিকে প্রাধান্য দিয়ে কী জানালেন অভিষেক

Date:

Share post:

“হিরণ আমার অফিসে এসেছিল। তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিল। নিইনি। মেদিনীপুরের দুই বিজেপি (BJP) বিধায়ক তৃণমূলে আসতে চায়! কিন্তু জনতার দাবি মেনে আমরা দরজা খুলছি না।“ শুক্রবার মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপির হাটে হাঁড়ি ভেঙে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

এদিন মেদিনীপুরের জনসভা থেকে বিধানসভা নির্বাচনে (Assembly Election) সব আসনে জেতাবার টার্গেট বেঁধে দেন অভিষেক। বলেন, “খড়্গপুরে এবার তৃণমূলকে জেতাতে হবে। খড়্গপুরের সব দায়দায়িত্ব আমার। খড়্গপুরের মানুষের যেখানে যা লাগবে, আমি দায়িত্ব নিয়ে করব। বিজেপিকে তো অনেক সুযোগ দিলেন। দু’বার বিধায়ক করেছেন। সাংসদ করেছেন। কিছু পেয়েছেন কি? উল্টে আপনাদের অধিকার কেড়ে নিচ্ছে!“

এর পরেই তীব্র কটাক্ষ করে অভিষেক Abhishek Banerjee)বলেন, “আমি নাম বলছি না, বিজেপির এখানে ক’টা এমএলএ আছে? দুটো। বিজেপির এই দুই বিধায়কই তৃণমূলে আসতে চান। তাঁরা চাইছেন আসতে।“ মঞ্চে থাকা অজিত মাইতিকে দেখিয়ে বলেন, ”এই তো অজিতদার সঙ্গে হিরণ আমার অফিসে এসেছিল। তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিল। নিইনি। এখনও মেদিনীপুরের ২ বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। কিন্তু এখানের জনতার দাবি মেনে, ইচ্ছের কথা ভেবে আমরা দরজা বন্ধ রেখেছি।” 

অতীতের কালোদিন স্মরণ করিয়ে অভিষেক বলেন, “যাঁরা এখানে পঞ্চাশের উপর বয়সের আছেন, তাঁরা জানেন শীতল কপাটের ইতিহাস। শীতল কপাট কীভাবে সন্ত্রাস করেছে, সবাই জানে। সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির জল্লাদ হয়েছে। এরা তৃণমূলের সম্পদ জীবনে হবে না। যতদিন আমরা আছি ততদিন এদের জন্য তৃণমূলের দরজা খুলবে না।“ 

spot_img

Related articles

প্রধানমন্ত্রী আসছেন: তার আগেই বিজেপির বাংলা বিরোধিতার প্রতিবাদে সরব হবে সিঙ্গুর

যে মাটিতে দাঁড়িয়ে নির্বাচনের আগে ভুরি ভুরি প্রতিশ্রুতি দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই মাটিকে বিজেপির অত্যাচারি শাসকদল...

উত্তর থেকেই দক্ষিণের পরিবহনে নয়া পদক্ষেপ, সিএনজি সরকারি বাসের উদ্ধোধন মমতার

শুক্রবার থেকে উত্তরবঙ্গ সফর শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banarjee)। শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিল্যানাস করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান মঞ্চ...

‘ভারতরত্ন’ নথিতে প্রমাণ করতে হল ভোটাধিকার! অমর্ত্য সেনের নথি সংগ্রহ কমিশনের

যে ১১টি নথি প্রাথমিকভাবে ভোটাধিকারের প্রামাণ্য হিসাবে দাবি করেছিল জাতীয় নির্বাচন কমিশন, তার মধ্যে অন্যতম ছিল ভারতরত্ন (Bharat...

ISL: বেতন কমাচ্ছে একাধিক দল, দুই প্রধানের প্রস্তুতিতে জোর

আইএসএলের(ISL) দিনক্ষণ ঘোষণা হয়েছে। কিন্তু ফর্ম্যাট বা সূচি ঘোষণা করতে এখনও পারেনি ফেডারেশন। জোর কদমে চলছে দুই প্রধানের...