Friday, January 16, 2026

অধিনায়ক রোহিতের পক্ষে সরব, গম্ভীরের দল নির্বাচন নিয়ে ফের প্রশ্ন তুললেন মনোজ

Date:

Share post:

বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ধাক্কা খেতে হয়েছে ভারতীয় দলকে। গৌতম গম্ভীরের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary) । একইসঙ্গে ভারতের একদিনের দলের পারফরম্যান্স এবং রোহিত শর্মাকে (Rohit Sharma) দ্রুত অধিনায়কত্ব থেকে সরানোই হতাশ মনোজ।

মনোজ ( Manoj Tiwary)খোলাখুলি বলেছেন, ‘‌প্রথম একাদশ বাছার ক্ষেত্রে ধারাবাহিকতার অভাব রয়েছে। সত্যি বলতে ভারতের ওডিআই ম্যাচ দেখার আগ্রহ হারিয়েছি। যখন টি–২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ককে সরিয়ে দেওয়া হয়, বিষয়টা মেনে নেওয়া যায় না। যার হয়ত তখনই কোনও দরকার ছিল না। রোহিতের সঙ্গে খেলেছি। ভারতীয় ক্রিকেটে ওর যা অবদান তাতে এটা প্রাপ্য ছিল না। আমার মনে হয় রোহিত ইস্যুতে জয় শাহের হস্তক্ষেপ করা উচিত ছিল, তিনি আইসিসি চেয়ারম্যান হলেও ভারতীয় ক্রিকেটে তাঁর প্রভাব আছে।’‌

রোহিত ইস্যুতে প্রশ্ন তুলে মনোজ বলেন, ‘‌রোহিতের ২০২৭ বিশ্বকাপ খেলা নিয়ে সন্দেহের কোনও অবকাশই ছিল না। একদিনের আন্তর্জাতিকে রোহিতের তিনটি দ্বিশতরান রয়েছে। ২০২৩ বিশ্বকাপে নিঃস্বার্থের সঙ্গে খেলেছে। তাই এর পিছনে ক্রিকেটীয় কারণ নয়। অক্রিকেটীয় কারণই বেশি। ভাগ্য সহায় হলে শুভমান গিলের নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিততে পারে কিন্তু রোহিত অধিনায়ক থাকলে জয়ের সম্ভাবনা বেশি থাকত।’‌

এদিকে, গৌতম গম্ভীরের মন্দির দর্শন অব্যাহত। ইন্দোরে গিয়ে সিরিজের শেষ ম্যাচের আগে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। কলকাতায় এলেই কালীঘাটের মন্দিরে যান গৌতম গম্ভীর। গুয়াহাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন মেন ইন ব্লুর হেডকোচ।

বাংলাদেশ দলের খেলার জন্য কলকাতা যে নিরাপদ সেটাও উল্লেখ করেন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, “কলকাতা সব সময় খেলা পাগল শহর এখানে খেলাকে রাজনীতি থেকে দূরে রাখা হয়। বিসিসিআই এখানে বাংলাদেশের খেলা দিলে আমি আত্মবিশ্বাসী কোনও সমস্যা হবে না। আমাদের মুখ্যমন্ত্রী খেলাধুলায় প্রশাসনিক হস্তক্ষেপ করেন না।”

spot_img

Related articles

WPL-র মধ্যেই বড় চমক, সঞ্জীব গোয়েঙ্কার দলে স্মৃতি

বিবাহ অধ্যায় ভুলে ২২ গজে পুরানো ছন্দে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ভারতীয় দলে খেলার পর বর্তমানে WPL খেলছেন...

২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন: নিপা ভাইরাস প্রতিরোধ-চিকিৎসায় গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দফতরের

নিপা ভাইরাস (Nipah Virus) সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসার জন্য বিস্তারিত গাইডলাইন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)।...

তপসিয়ার সোফা কারখানায় বিধ্বংসী আগুন, এলাকায় আতঙ্ক

পর পর তিনদিন। বুধ, বৃহস্পতির পরে শুক্রবারও কলকাতায় (Kolkata) বিধ্বংসী অগ্নিকাণ্ড। ভরদুপুরে তপসিয়ার (Topsia) একটি সোফা তৈরির কারখানায়...

আর শুধু ট্রানজিট পয়েন্ট নয়, মহাকাল মন্দির ঘিরে উন্নয়ন শিলিগুড়ির: শিলান্যাসে দাবি মুখ্যমন্ত্রীর

কথা দিলে কথা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণের পরিষেবা থেকে বিনোদনে বারবার তা প্রমাণিত। পর্যটন ও মানুষের ধর্মীয়...