Saturday, January 17, 2026

নন্দীগ্রামে প্রার্থী অভিষেক! জোর জল্পনা রাজনৈতিক মহলে

Date:

Share post:

নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের প্রার্থী হচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! আচমকা জোর জল্পনা রাজ্য রাজনীতিতে। তার মূল কারণ FAM4TMC পেজ থেকে শুক্রবার গভীর রাতে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে জানানো হয় যে, ব্রেকিং নিউজ- নন্দীগ্রামে অভিষেক প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) বিরুদ্ধে।

কী রয়েছে FAM4TMC ভিডিওতে?
স্পষ্ট বলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হবেন। এর সপক্ষে অভিষেকের নন্দীগ্রামের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে, তুমুল তৃণমূল (TMC) কর্মী সমর্থকদের ভিড়। তাঁদের সঙ্গে হাত মেলছেন তৃণমূলের সেনাপতি। এবং তাঁরা সবাই চাইছেন অভিষেক নন্দীগ্রামের বিধানসভা নির্বাচনে দাঁড়ান। উত্তরে অভিষেক কী বলছেন? FAM4TMC-এর তরফে রিয়া দে মল্লিক জানাচ্ছেন, অভিষেকের বক্তব্য, “তোমাদের মত যুবরা সাথে থাকলে আমি লড়াইয়ে প্রস্তুত”।

বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয়ের সূচনা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে শুভেন্দুকে জোরদার ভাষায় আক্রমণ করেছেন তিনি। বিপুল জনসমাবেশ হয় অভিষেকের সেই সভাতে। পশ্চিম মেদিনীপুরেও শুক্রবারের সভাতেও বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক।

এরপরেই রাজ্য রাজনীতিতে জোর জল্পনা ২৬-এর নির্বাচনে হয়তো নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে পারেন অভিষেক। বেশ কয়েক মাস আগে সাংবাদিকরা একবার তাঁকে এ বিষয়ে প্রশ্ন করলে অভিষেক জানিয়েছিলেন, পার্টি তাঁকে যে দায়িত্ব দেবে, তিনি তা পালন করবেন। এই পরিস্থিতিতে নন্দীগ্রামের তৃণমূলের প্রার্থী তালিকার দিকে নজর সব পক্ষের।

spot_img

Related articles

আক্রান্ত আরও এক বাংলাভাষী পরিযায়ী শ্রমিক! ফের উত্তপ্ত বেলডাঙা, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

শুক্রবারের পরে ফের শনিবারও উত্তপ্ত মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা। বিহারে আরও এক স্থানীয় পরিযায়ী শ্রমিককে মারধর করার অভিযোগ তুলে...

বেলা বাড়তেই উধাও শীত, বসন্ত পঞ্চমীতে বাড়বে তাপমাত্রা!

সকালের শীত শীত অনুভূতি বেলা বাড়তেই উধাও। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে...

দিলীপের জায়গা বঙ্গ বিজেপিতে আবারও অনিশ্চিত! ব্রাত্য মোদির সভা থেকে

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে বিশেষ বৈঠক করে ভোটের আগে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি...

টাটার সঙ্গে মোদির দেওয়া-নেওয়া কূট-নীতি! সিঙ্গুরের সভার আগে ফাঁস সাকেতের

মোদি আসছেন সিঙ্গুরে। বিধানসভা নির্বাচনের আগে রাজনীতি করতে। গালভরা মিথ্যা প্রতিশ্রুতি আর বাংলার নামে কুৎসা করতে। প্রধানমন্ত্রী মোদির...