নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের প্রার্থী হচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! আচমকা জোর জল্পনা রাজ্য রাজনীতিতে। তার মূল কারণ FAM4TMC পেজ থেকে শুক্রবার গভীর রাতে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে জানানো হয় যে, ব্রেকিং নিউজ- নন্দীগ্রামে অভিষেক প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) বিরুদ্ধে।

কী রয়েছে FAM4TMC ভিডিওতে?
স্পষ্ট বলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হবেন। এর সপক্ষে অভিষেকের নন্দীগ্রামের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে, তুমুল তৃণমূল (TMC) কর্মী সমর্থকদের ভিড়। তাঁদের সঙ্গে হাত মেলছেন তৃণমূলের সেনাপতি। এবং তাঁরা সবাই চাইছেন অভিষেক নন্দীগ্রামের বিধানসভা নির্বাচনে দাঁড়ান। উত্তরে অভিষেক কী বলছেন? FAM4TMC-এর তরফে রিয়া দে মল্লিক জানাচ্ছেন, অভিষেকের বক্তব্য, “তোমাদের মত যুবরা সাথে থাকলে আমি লড়াইয়ে প্রস্তুত”।

বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয়ের সূচনা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে শুভেন্দুকে জোরদার ভাষায় আক্রমণ করেছেন তিনি। বিপুল জনসমাবেশ হয় অভিষেকের সেই সভাতে। পশ্চিম মেদিনীপুরেও শুক্রবারের সভাতেও বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক।
এরপরেই রাজ্য রাজনীতিতে জোর জল্পনা ২৬-এর নির্বাচনে হয়তো নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে পারেন অভিষেক। বেশ কয়েক মাস আগে সাংবাদিকরা একবার তাঁকে এ বিষয়ে প্রশ্ন করলে অভিষেক জানিয়েছিলেন, পার্টি তাঁকে যে দায়িত্ব দেবে, তিনি তা পালন করবেন। এই পরিস্থিতিতে নন্দীগ্রামের তৃণমূলের প্রার্থী তালিকার দিকে নজর সব পক্ষের।

–

–

–

–

–

–
–


