শনিবার দেশের প্রথম বন্দেভারত স্লিপারের (Vande Bharat sleeper train) উদ্বোধন হতে চলেছে। হাওড়া থেকে ট্রেনটি যাবে কামাখ্যায়। প্রিমিয়াম ক্লাস ট্রেন উদ্বোধন নিয়ে সতর্ক রেল (Indian Railway) । অতীতে বন্দেভারত ট্রেন চালু হওয়ার পর পর একাধিকবার গাড়িতে পাথর বৃষ্টির অভিযোগ ওঠে। এবার তাই আগেভাগেই পদক্ষেপ করল RPF। অশান্তির আশঙ্কায় ইতিমধ্যেই কালিয়াচক থানার (Kaliachalk Police Station) আইসিকে চিঠি পাঠানো হয়েছে বলে রেলের তরফে জানা গেছে।


ভোটের আগে বাংলার মন জিততে বন্দেভারত স্লিপারের উদ্বোধনে আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিজেপি সরকারের নীতি ও কর্মকান্ডের বিরুদ্ধে ক্ষোভ ভাবছে পশ্চিমবঙ্গের মানুষের। জায়গায় জায়গায় প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখানো হতে পারে বলে আরপিএফের আশঙ্কা। তাই আগেভাগেই সতর্কতা অবলম্বন করেছে রেল। , মালদহ, জমিরঘাটা, খালতিপুর, ছামাগ্রাম, শঙ্কপাড়া, নিউ ফারাক্কা, বল্লালপুর, ধূলিয়ান, বাসুদেবপুর, তিলডাঙা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী সপ্তাহে ছ’দিন হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি চলবে হাওড়া এবং কামাখ্যার মধ্যে। হাওড়া স্টেশন থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ট্রেনটি ছাড়বে, পরের দিন কামাখ্যা পৌঁছবে সকাল ৮টা ২০ মিনিটে।দীর্ঘ এই যাত্রাপথে মোট ১৩ টি স্টেশনে দাঁড়াবে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি।

–
–

–

–

–

–

–

–


