বাংলায় এসআইআর-বলির সংখ্যা দীর্ঘতর হচ্ছে। নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের জোরে প্রতিদিনই মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনার নামখানায় শনিবার দু’টি মৃত্যুর ঘটনা সামনে এসেছে, যা এই আতঙ্ককে আরও প্রকট করে তুলেছে বলে দাবি স্থানীয়দের। শাসক দল ও বিরোধীদের একাংশের অভিযোগ, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ও প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার জেরেই সাধারণ মানুষ মানসিক চাপে ভেঙে পড়ছেন।

নদিয়ার শান্তিপুরে শনিবার সকালে ঢাকাপাড়ার বাসিন্দা তাঁতশিল্পী সুবোধ দেবনাথ (৫৬) আত্মঘাতী হন বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা গিয়েছে, অসুস্থ স্ত্রী ও এক ছেলেকে নিয়ে কোনওরকমে সংসার চালাতেন তিনি। সুবোধের পরিবারের নাম ভোটার তালিকায় উঠেছিল ২০১০ সালে। ২০০২ সালের তালিকায় নাম না থাকায় চলতি মাসের ৪ তারিখ তাঁর বাড়িতে এসআইআর সংক্রান্ত নোটিশ আসে। তার পর থেকেই প্রবল দুশ্চিন্তা ও মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পরিবারের দাবি, স্ত্রীকে বারবার বলতেন, তাঁকে হয়তো জেলে যেতে হবে। শুনানিতে যাবেন না বলেও জানাতেন। কয়েকদিন ধরে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিলেন। শনিবার সকালে বাড়ির গ্যারেজে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।

এর আগেও নদিয়া জেলায় এসআইআর আতঙ্কে কয়েকটি মৃত্যুর অভিযোগ উঠেছে বলে দাবি স্থানীয়দের। শান্তিপুরের এই ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। আরেকটি ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের বালিয়াড়া এলাকায়। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শেখ আব্দুল আজিজের (৬২)। পরিবারের অভিযোগ, এসআইআর শুনানির নোটিশ আসার পর থেকেই তিনি মানসিক চাপে ভেঙে পড়েছিলেন। আব্দুল আজিজের ছয় ছেলে ও তিন মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। বর্তমানে ছেলেদের পরিবার নিয়ে সংসার। পরিবারের সকলের ভোটার কার্ড রয়েছে। ২০০২ সালের তালিকায় আব্দুল আজিজ, তাঁর স্ত্রী, বড় ছেলে ও বড় বৌমার নাম থাকলেও, শুনানিতে ছেলে, বৌমা ও নাতিনাতনি মিলিয়ে মোট ১১ জনকে ডাকা হয়েছে বলে পরিবারের দাবি। এই নোটিশ পাওয়ার পর থেকেই বিভিন্ন কাগজপত্র খোঁজাখুঁজি করছিলেন আব্দুল আজিজ। শুক্রবার রাতে গ্রামের বাজারেও বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং মানসিকভাবে ভেঙে পড়েন বলে স্থানীয় সূত্রের দাবি। পরে বাড়ি ফিরে তিনি হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এই দু’টি ঘটনার পর এসআইআর প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন- প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

_

_

_

_

_

_
_
_


