বেহালায় ফ্ল্যাট থেকে উদ্ধার দূরদর্শনের সঙ্গীতশিল্পীর রক্তাক্ত দেহ

Date:

Share post:

বেহালার ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার গলাকাটা দেহ। সোমবার সকালে তাঁদের ঘর থেকে উদ্ধার হয় মহিলার রক্তাক্ত দেহ (Behala Murder Case)। স্বাভাবিকভাবেই এদিনের ঘটনাকে কেন্দ্র করে বেহালার পর্ণশ্রী থানা এলাকার বেচারাম চ্যাটার্জী স্টিটে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃতার নাম অনিতা ঘোষ। খবর পেয়ে সেখানে পৌঁছয় পর্ণশ্রী থানার পুলিশ। পর্ণশ্রী থানার অন্তর্গত শক্তিসঙ্ঘ ক্লাবের পাশে একটি আবাসনের দোতলার লণ্ডভণ্ড ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বৃদ্ধার গলা কাটা দেহ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

কিন্তু ঠিক কীভাবে মৃত্যু হল বৃদ্ধার? নেপথ্যে কে বা কারা সেটা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুনের আগে ফ্ল্যাটে লুটপাট চালানো হয়েছে। গোটা ঘটনার সঙ্গে আয়ার যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী অফিসারেরা। তদন্তের স্বার্থে অভিযুক্ত আয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনিতার স্বামী অরূপ ঘোষের বয়স এখন ৭২। তিনিও দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওতে চাকরি করতেন। তিনি এখন ডিমেনশিয়া রোগে আক্রান্ত তাই কাউকে চিনতে পারেন না। তাঁকে দেখাশোনার জন্য বাড়িতে সকাল ও রাত মিলিয়ে দুজন আয়া এবং একটি রান্নার লোক রাখা হয়েছিল। আরও পড়ুন: মাঘে কমছে শীতের আমেজ! দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ

জানা গিয়েছে পেশায় মহিলা সঙ্গীতশিল্পী। বৃদ্ধার দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাঁকে কোনও ধারাল অস্ত্র দিয়ে গোটা দেহ খুঁচিয়ে খুন করা হয়েছে বলেই দাবি করা হচ্ছে। এদিন সকাল ১০টার সময় যখন একজন আয়া ঘরে ঢোকেন, তখনই অনিতা ঘোষকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দুই আয়া এবং একজন রান্নার লোককে আটক করেছে পুলিশ। ডাকাতির উদ্দেশে ওই মহিলাকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। অনিতা ঘোষের ছেলেরা মহেশতলায় থাকেন। একজন আয়া প্রথম ফোন করে তাঁদের খবর দেন।

spot_img

Related articles

একদিনের সিরিজ হারের জের! গিল-জাদেজাকে কড়া নির্দেশ বিসিসিআইয়ের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে হারের জের। এবার ঘরোয়া ক্রিকেট খেলতে হবে শুভমান গিল এবং রবীন্দ্র জাদেজাকে(Shubman Gill-Ravindra Jadeja)।...

বড়পর্দায় ফের প্রসেনজিৎ-চিরঞ্জিত জুটি, সঙ্গে রঞ্জিতও! অপেক্ষায় সিনেপ্রেমীরা

একটা সময়ে বহু সুপারহিট সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছে চিরঞ্জিত ও প্রসেনজিৎ জুটি। কিন্তু মাঝে কেটে গিয়েছে বহু...

স্পেনে দুই হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ! মৃত বহু, আহত শতাধিক

দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! দুটি হাইস্পিড ট্রেনের সংঘর্ষে (Spain Train Accident) ২৭ বছর বয়সী চালকসহ মৃত্যু হয়েছে...

SIR শুনানি আতঙ্কে সুইসাইড নোট লিখে আত্মঘাতী: চার মৃত্যু রাজ্যে

শুনানির নামে যে হয়রানি চালাচ্ছে নির্বাচন কমিশন, তাতে কমিশনের আসল খেলা প্রকাশ্যে এসে গিয়েছে অনেক আগেই। কিন্তু যেভাবে...