ভারত সফরে এলেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহেন। সোমবার দুপুরে দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কূটনৈতিক সৌজন্যের পাশাপাশি দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কেরই এক বার্তা মিলল এই অভ্যর্থনায়।

প্রধানমন্ত্রী পরে নিজের এক্স হ্যান্ডলে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি লেখেন, আরব আমিরশাহির প্রেসিডেন্টকে ‘ভাই’ সম্বোধন করে জানান, এই সফর ভারত ও আরব আমিরশাহির বন্ধুত্বের প্রতি তাঁর গুরুত্বেরই প্রতিফলন। একই সঙ্গে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনার বিষয়ে তিনি আগ্রহের কথাও প্রকাশ করেন। সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।

আরও পড়ুন – উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী কুলদীপের আর্জি খারিজ হাইকোর্টে

_

_

_

_

_

_

_
_


