রাজ্যের পুলিশ প্রশিক্ষণের অন্যতম প্রধান কেন্দ্র ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ফরেনসিক ও সাইবার ফরেনসিক ল্যাবরেটরির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বড়সড় পদক্ষেপ করল নবান্ন। আধুনিক তদন্ত পদ্ধতি ও সাইবার অপরাধ দমনের পাঠ নিতে আসা পুলিশকর্মীদের প্রশিক্ষণের এই গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে সুরক্ষিত রাখতে এবার সেখানে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। একই সঙ্গে ল্যাবরেটরি চত্বরের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে। গোটা প্রক্রিয়ায় আনুমানিক আড়াই লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। ওয়ার্ক অর্ডার বা কাজের বরাত দেওয়ার ৩০ দিনের মধ্যেই এই পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মূলত সংবেদনশীল বৈজ্ঞানিক সরঞ্জাম এবং ডিজিটাল ডেটা সুরক্ষিত রাখতেই এই উদ্যোগ।

অ্যাকাডেমি কর্তৃপক্ষের মতে, ফরেনসিক ও সাইবার ল্যাবগুলিতে নিয়মিত হাতে-কলমে অনুশীলন এবং ডেমোনস্ট্রেশন চলে। সেখানে একাধিক দামি এবং স্পর্শকাতর যন্ত্রপাতি থাকে। সিসিটিভি নজরদারি চালু হলে ল্যাব চত্বরে বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা যেমন সহজ হবে, তেমনই নিরাপত্তা সুনিশ্চিত হবে। এছাড়া বৈদ্যুতিক সরঞ্জামের ব্যাপক ব্যবহারের কথা মাথায় রেখে অগ্নি-সুরক্ষা বিধি পালনেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ল্যাবরেটরির পরিবেশের আন্তর্জাতিক মান বজায় রাখতে এই আধুনিক নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক ছিল বলে মনে করছেন আধিকারিকরা।

উল্লেখ্য, এই অ্যাকাডেমিতেই রাজ্যের নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশকর্মীদের বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়। আধুনিক তদন্ত পদ্ধতি থেকে শুরু করে সাইবার অপরাধ মোকাবিলার মতো জটিল বিষয়গুলি এখানেই রপ্ত করেন হবু পুলিশ আধিকারিকরা। ফলে এই ল্যাবগুলির গুরুত্ব অপরিসীম। প্রশাসনিক মহলের আশা, নতুন এই নিরাপত্তা বলয় তৈরির ফলে পুলিশ প্রশিক্ষণের এই শীর্ষ প্রতিষ্ঠানের মান ও সুরক্ষা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে।

আরও পড়ুন- রোজ ভ্যালির টাকা ফেরত শুরু, তিন দফায় প্রায় ২৯ কোটি টাকা পাচ্ছেন আমানতকারীরা

_

_

_

_

_
_


