গত সপ্তাহের মঙ্গলবার দুপুর থেকে টলিউড অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chattopadhyay) দ্বিতীয় বিয়ের ছবি ঘিরে যখন তোলপাড় নেটপাড়া, ঠিক তখনই বাবার দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেন তাঁর ১৯ বছর বয়সী কন্যা নিয়াসা। বারাণসীর ঘাটে হিরণের নতুন করে সংসার পাতার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। একদিকে যখন অভিনেতার নতুন জীবনের খবর ছড়াচ্ছে, অন্যদিকে তখন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের বিস্ফোরক দাবি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই লড়াইয়ে মা অনিন্দিতার পাশে দাঁড়িয়ে বাবার অস্তিত্বকেই কার্যত অস্বীকার করলেন নিয়াসা। তাঁর সাফ কথা, মা-ই তাঁর কাছে ‘বাবা’ এবং জীবনের একমাত্র ‘হিরো’।

বাবার বিয়ের ছবি প্রকাশ্যে আসার ঠিক পরেই সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন নিয়াসা। সেখানে মা অনিন্দিতা এবং পোষ্যর সঙ্গে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করেন তিনি। তবে ভিডিওর চেয়েও বেশি নজর কেড়েছে তার ক্যাপশন। হিরণের নাম সরাসরি না নিলেও নিয়াসা লিখেছেন, “যতদূর মনে পড়ে, বছরের পর বছর ধরে আমরা দুজনেই একসঙ্গে আছি। তুমি একাই আমার বাবা এবং মা— দুই দায়িত্ব পালন করেছ। আমার জীবনের পথপ্রদর্শক এবং শক্তির উৎস তুমিই। তুমিই আমার আসল হিরো, মা।”
View this post on Instagram
ঘটনার জল গড়িয়েছে অনেকদূর। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দাবি আরও চাঞ্চল্যকর। তিনি জানিয়েছেন, তাঁদের মধ্যে এখনও কোনো আইনি বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। এতদিন মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তিনি চুপ থাকলেও, এখন আর মুখ বুজে থাকতে রাজি নন। তবে এই ঘটনায় মধ্য কলকাতার কলেজের মনোবিজ্ঞানের ছাত্রী নিয়াসা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান অনিন্দিতা। অনিন্দিতার সাফ কথা, প্রয়োজনে তিনি এখন কড়া আইনি পদক্ষেপ নেবেন।
এদিকে, বিয়ের ছবি নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন হিরণ। কিন্তু বিতর্ক বাড়তেই তড়িঘড়ি প্রোফাইল থেকে সমস্ত ছবি মুছে ফেলেন তিনি। প্রথম স্ত্রীর অভিযোগ বা মেয়ের আবেগঘন বার্তার পরিপ্রেক্ষিতে বিধায়ক-অভিনেতা এখনও পর্যন্ত সংবাদমাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেননি। রাজনৈতিক ও গ্ল্যামার দুনিয়ার এই হাই-প্রোফাইল ব্যক্তিগত বিবাদ এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন- কাটছে অচলাবস্থা! স্থায়ী উপাচার্য পেল রাজ্যের আরও আট বিশ্ববিদ্যালয়
_
_

_

_

_

_



