আজ নয়, শনিবার লক্ষাধিক নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক আগেই জানিয়েছিলেন, বিধানসভা নির্বাচনের আগে এই দু’মাস তিনি রাস্তার থাকবেন। সেইমতো রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ছুটে বাড়াচ্ছেন তৃণমূলের সেনাপতি। প্রতিদিনই তাঁর কর্মসূচি থাকছে। আগে জানা গিয়েছিল, বৃহস্পতিবার লক্ষাধিক নেতা-কর্মী নিয়ে ভার্চুয়াল বৈঠক (Virtual Meeting) করবেন অভিষেক। কিন্তু দলীয় সূত্রে খবর, শনিবার বিকেল চারটেয় এই মেগা ভার্চুয়াল হবে। ২৪ তারিখ লক্ষাধিক নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। থাকবেন দলের বিধায়ক, সাংসদ, বিএলএ-২, দলের মুখপাত্র-সহ লক্ষাধিক নেতা-কর্মী।


সোমবার নির্বাচন কমিশনকে (Election Commission) লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তৃণমূলের আর যা যা দাবি ছিল তার সবগুলোই মান্যতা পেয়েছে শীর্ষ আদালতের নির্দেশে। এর পরেই বারাসাতের সভা থেকে বিজেপিকে আক্রমণ আরে তৃণমূলের সভাপতি হুঙ্কার দেন, ‘”আজ কোর্টে হারালাম। এপ্রিলে ভোটে হারাব”। ভোটমুখী রাজ্যে অভিষেকের সাড়া জাগানো বক্তব্য, উপচে পড়া ভিড় বুঝিয়ে সমর্থন কতটা। এই আবহে ভার্চুয়াল বৈঠকে লজিক্যাল ডিসক্রিপেন্সি-সহ রণকৌশল নিয়ে অভিষেক বার্তা দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

–

–

–

–

–

–

–

–


