Thursday, January 22, 2026

T20 WC: ইডেন পরিদর্শনে আইসিসির প্রতিনিধি দল, পুলিশের সঙ্গে সিএবির বৈঠক

Date:

Share post:

দুয়ারে টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup)। কলকাতায় বিশ্বকাপের সেমিফাইনাল সহ সাতটি ম্যাচ রয়েছে। বিশ্বকাপের ঢাকের কাঠি পড়ে গিয়েছে। তৈরি ইডেন গার্ডেনসও(Eden)। ক্রিকেটের নন্দন কাননে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বৃহস্পতিবার ইডেন (Eden) পরিদর্শনে আসেন আইসিসি(ICC) এবং বিসিসিআইয়ের(BCCI) প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সকাল সাড়ে নটা নাগাদ ভারতীয় ক্রিকেট বোর্ডের ৬ সদস্যের প্রতিনিধি দল ইডেনে আসেন। সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। ফলে তদারকির দায়িত্বে ছিলেন যুগ্ম সচিব বাবলু কোলে এবং কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। সচিব বাবলু কোলের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা। এরপর দুপুর একটা একটু পরে আইসিসির তিন সদস্যের প্রতিনিধি দল ইডেনে প্রবেশ করে এই দলে ছিলেন মার্কেটিং, ব্র্যান্ডিং এবং সম্প্রচারকারী দলের সদস্যরা। মাঠ, গ্যালারি বিভিন্ন অংশ ছাড়াও ইডেনের বিভিন্ন জায়গা খতিয়ে দেখেন তারা। তাদের সঙ্গে ছিলেন সিএবির পদাধিকারীরা।

সিএবি সূত্রের খবর, ইডেন অনেক পুরানো মাঠ, এর আগেও একাধিক বড় ইভেন্ট হয়েছে। ফলে নতুন করে কোন পরামর্শ দেওয়া হয়নি। আইসিসির প্রতিনিধি দলের সদস্যরা তারা মাঠ গ্যালারি সবকিছু দেখে অত্যন্ত খুশি। পাশাপাশি এদিন দুপুরে লালবাজারে কলকাতা পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন সিএবি দুই শীর্ষ কর্তা। কলকাতা পুলিশের পক্ষ থেকে সিএবির কাছে জানতে যাওয়া হয়। তারা চূড়ান্ত প্রস্তুত কিনা সিএবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় বিশ্বকাপের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত।

সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস জানিয়েছেন, ইডেন অনেক পুরনো মাঠ এর আগে অনেক ইভেন্ট হয়েছে, ফলে নতুন করে কোন পরামর্শ দেয়নি, আইসিসি। তারা অত্যন্ত খুশি আমাদের এখানকার পরিকাঠামো দেখে।

ছবি সৌ- সিএবি

কলকাতায় প্রথম খেলা ৭ই ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে বিশ্বকাপের বোধন শুরু হওয়ার কথা ছিল ইডেনে কিন্তু বাংলাদেশ খেলতে আসবে না বলে জানিয়ে দিয়েছে। পরিবর্তন দল হিসেবে স্কটল্যান্ডের নাম শোনা যাচ্ছে। ফলে দল পরিবর্তন হলেও বিশ্বকাপে ম্যাচের সংখ্যা কমছে না। ইডেনে ইতালি ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের মতো দল এখানে খেলতে আসছে। গ্রুপ পর্বের ছয়টি ম্যাচ, একটি সুপার ৮-র ম্যাচ একটি ম্যাচ রয়েছে। একটি সেমিফাইনালও আছে তালিকায়।

spot_img

Related articles

চিংড়িহাটা মোড়ে অবশেষে কাটল মেট্রোর জট, যান চলাচল নিয়ন্ত্রণে নয়া রুট ম্যাপ পুলিশের

নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের পথে দীর্ঘদিনের কাঁটা অবশেষে দূর হতে চলেছে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িহাটা সংলগ্ন অংশে থমকে...

‘জাগো বাংলা’র স্টলে মুখ্যমন্ত্রীর তিন ভাবনা, শুরুর দিনেই উপচে পড়া ভিড়

প্রত্যেকবারের মতো ৪৯তম বইমেলাতেও ব্যতিক্রমী ‘জাগো বাংলা‘ স্টল (Jago Bangla Stall)। মুখ্যমন্ত্রীর ভাবনাকে বাস্তবায়িত করেছেন সাংসদ দোলা সেন-সহ...

পর্বত শৃঙ্গে‌ অক্সিজেন ছাড়া ২৪ ঘণ্টা, রেকর্ড রোহিতাশের

রেকর্ড গড়লেন পর্বতারোহী রোহিতাশ খিলেরি(Rohtash Khileri)। যেখানে সাধারণ মানুষ অক্সিজেন ছাড়া কিছুক্ষণও থাকতে পারে না সেইখানে তিনি ইউরোপের...

হিরণের ব্যাংক অ্যাকাউন্টে কি ঋতিকার নজর? মেয়ের ভবিষ্যতের চিন্তায় সরব অনিন্দিতা

খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে টলিপাড়া (Tollywood) ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে...