Thursday, January 22, 2026

বইমেলাতেও SIR হয়রানির প্রতিবাদ মমতার: লিখেছেন ২৬টি কবিতা, এবার প্রকাশিত আরও ৯টি বই

Date:

Share post:

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনের মঞ্চ থেকেও কমিশন-এজেন্সির ভূমিকা নিয়ে ফের তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে হয়রানির প্রতিবাদে নিজের সৃষ্টিশীল প্রতিভার মাধ্যমে প্রতিবাদ জানান। এই বিষয়কে কেন্দ্র করে ২৬টি কবিতা লিখে ফেলেছেন তিনি। জানান, “২৬-এ ২৬টা কবিতা লিখেছি- হেলিকপ্টারে যেতে যেতে দু’-তিনদিনে। ওটাই ‘SIR’ হিসেবে বেরোবে”। এবারের বইমেলায় মমতার লেখা আরও ৯টি বই প্রকাশিত হবে। তিনি জানান, “আগে ছিল ১৫৩টা, এবারে আরও ৯টা বেরোবে। মোট বইয়ের সংখ্য়া ১৬৩”। একই সঙ্গে তাঁর ছবির প্রদর্শনীর জন্য সিবিআই তদন্ত করা হয়েছিল বলে অভিযোগ করেন মমতা। 

কলকাতা বইমেলার (Kolkata Book Fair) উদ্বোধনেও মানুষের গণতান্ত্রিক অধিকারহরণের প্রতিবাদে সুরচড়ান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বলেন, “মানুষের বিপদ দেখে চুপ করে থাকলে একদিন নিজেকেও বিপদে পড়তে হবে।” এর পরেই রাজ্যে এসআইআর (SIR) হয়রানির অভিযোগ তুলে মমতা বলেন, ঘণ্টার পর ঘণ্টা মানুষকে লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। বহু মৃত্যুর ঘটনা ঘটছে। একইসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কবি জয় গোস্বামীকে এসআইআর নোটিশ পাঠানো নিয়েও ফের একবার কমিশনকে একহাত নেন প্রশাসনিক প্রধান। এই পরিস্থিতিকে এজেন্সির ‘নির্যাতন’-এর সঙ্গেই তুলনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ”লজিক্যাল ডিসক্রিপান্সি কোনওদিন এসআইআরে ছিল না। একমাত্র এই রাজ্যেই হচ্ছে। অন্য কোথাও হচ্ছে না। ডার্কলিস্ট, ফাইনাল লিস্ট বের হওয়ার পর যারা বঞ্চিত হয়েছেন তাঁরা যাবেন।” 

নিজের সম্পর্কে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “আমি ছোটখাটো লিখি। আমি তো জ্ঞানীগুণী লোক নই, আমি খুব সিম্পল। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি- আমারে না জানি করি প্রচার, আমার আপন কাজে।” এসআইআর নিয়ে হয়রানির প্রতিবাদে সৃষ্টিশীলতার মাধ্যমে নির্দেশ প্রতিবাদ তুলে ধরেছেন মমতা। জানান, “২৬-এ ২৬টা কবিতা লিখেছি। হেলিকপ্টারে যেতে যেতে দু’-তিনদিনে। ওটাই ‘SIR’ হিসেবে বেরোবে”।

নিজের আঁকা ছবি নিয়ে দু’টি প্রদর্শনী করার পরেই তাঁর বিরুদ্ধে সিবিআই (CBI) নামানো হয়েছিল। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বললেন, “তখন আমার নিজেকে লাঞ্চিত মনে হয়েছিল, অপমানিত বোধ করেছি।” তিনি জানান, মুখ্যমন্ত্রী কোনও বেতন বা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পেনশন নেন না। মমতার কথায়, তাহলে কত কোটি টাকা সরকারকে দিয়েছি! তাঁর আঁকা ছবির টাকা সবই দান করেছেন বলে জানান তৃণমূল সুপ্রিমো। 

এবার তাঁর লেখা বইয়ের সংখ্যা আরও বাড়বে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, ”আমার মোটামুটি ১৫৩টা বই বেরিয়েছে। এবার হয়তো ৯টা বেরবে। আমি আমার রাজনৈতিক জীবনের কিছু কথা, সবটা এখনও বলিনি। কারণ, সবটা বলে দিলে আগামিদিনের জন্য হৃদয়ের সঞ্চিত ভাণ্ডারে কী থাকবে? একটা কথাভাণ্ডার দিয়েছি। একটু একটু লিখেছি। আরও অনেক বইয়ের মধ্যে এসআইআরে যে হেনস্থা চলছে, তা থাকবে। যেহেতু এটা ২৬, ছাব্বিশে ছাব্বিশটা কবিতা আমি হেলিতে যেতে যেতে ২-৩দিনের মধ্যে লিখে দিয়েছি। ওটা এসআইআর হিসাবে বেরবে। এবার সংখ্যাটা ১৬২ হবে।” 

spot_img

Related articles

SIR শুনানির আতঙ্কে হৃদরোগে মৃত্যু বৃদ্ধের, শোকের ছায়া পাঁচলায়

পাঁচলা থানার শাঁকখালি গ্রামে বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল এলাকা। এসআইআর সংক্রান্ত শুনানির নোটিশ পাওয়ার পর...

ফের SIR আতঙ্কে মৃত ৪! ইটাহারে দেহ নিয়ে উত্তেজনা

বাড়ছে মৃত্যুমিছিল। শুনানির নোটিশ (SIR death) পেয়ে ফের একইদিনে এল চার মৃত্যুর খবর। এঁদের দু’জন আতঙ্কে আত্মহত্যা করেছেন।...

চিংড়িহাটা মোড়ে অবশেষে কাটল মেট্রোর জট, যান চলাচল নিয়ন্ত্রণে নয়া রুট ম্যাপ পুলিশের

নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের পথে দীর্ঘদিনের কাঁটা অবশেষে দূর হতে চলেছে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িহাটা সংলগ্ন অংশে থমকে...

‘জাগো বাংলা’র স্টলে মুখ্যমন্ত্রীর তিন ভাবনা, শুরুর দিনেই উপচে পড়া ভিড়

প্রত্যেকবারের মতো ৪৯তম বইমেলাতেও ব্যতিক্রমী ‘জাগো বাংলা‘ স্টল (Jago Bangla Stall)। মুখ্যমন্ত্রীর ভাবনাকে বাস্তবায়িত করেছেন সাংসদ দোলা সেন-সহ...