অল্পের জন্য প্রাণ বাঁচল জম্মু ও কাশ্মীরের এক যুবকের। আচমকা বরফ চাপা পড়ে যুবককে তৎপরতার সঙ্গে উদ্ধার করল জম্মু ও কাশ্মীর পুলিশ। ঘটনায় কোনও রকম বিপর্যয় মোকাবিলা (disaster management) বাহিনীর অপেক্ষা না করে যে তৎপরতার পরিচয় দিয়েছে পুলিশ (J&K Police), তাতে প্রশংসায় স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান (Shopian) জেলার হীরপোরা এলাকায়।

উত্তর ভারতের তিন রাজ্য জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড গত ২৪ ঘণ্টায় রেকর্ড বরফ পতনের (snowfall) সাক্ষী হয়েছে। অন্তত ৭০০ রাস্তা বরফ পড়ে বন্ধ হয়ে গিয়ে যোগাযোগ সম্পূর্ণ বিপর্যস্ত। যদিও এখনও এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে সেরকম একটি ঘটনা ঘটতে পারত কাশ্মীরের সোপিয়ানে, যদি পুলিশ তৎপরতার সঙ্গে উদ্ধারের কাজ না করত। ছাদের উপর পড়ে থাকা মোটা বরফের আস্তরণ আচমকা নিচ দিয়ে যাওয়া এক যুবকের উপর ভেঙে পড়ে। ঘটনাটি এত দ্রুত ঘটে যে কাউকে ডাকার সুযোগই পাননি তিনি।

চোখের নিমেষে বরফে (snow) সম্পূর্ণভাবে চাপা পড়ে যান ওই যুবক। কিছুক্ষণের জন্য ওই ব্যাক্তিকে খুঁজে পাওয়া যায় না। ঘটনাস্থলের কাছেই ছিলেন পুলিশ কর্মীরা (J&K Police)। তাঁরা তুষারধসের (avalanche) বিকট শব্দ শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পোঁছান এবং দ্রুততার সঙ্গে বরফ সরিয়ে ওই ব্যাক্তিকে উদ্ধার করেন। তাঁকে বরফের নিচ থেকে জীবিত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। যদিও তিনি প্রবল ঠাণ্ডা ও আতঙ্কে তিনি কাঁপছিলেন। তবে তাঁকে নিরাপদে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুলিশ যদি সামান্য দেরিতে ঘটনাস্থলে পৌঁছাত বা আরও সাহায্যের জন্য অপেক্ষা করত তবে বড়সড় একটা দুর্ঘটনা ঘটে যেত। এলাকাবাসীরা পুলিশ কর্মীদের সাহসিকতা ও মানবিক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুন : তুষারপাতের জের, হিমাচল জুড়ে ৬৮৫টি রাস্তা বন্ধ! মানালিতে স্তব্ধ ট্রাফিক

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, এই বিপর্যয়ের পরিস্থিতিতে যে কোনও জরুরি পরিস্থিতির জন্য এবং তুষারপাত প্রবণ এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের কর্মীরা সবসময় প্রস্তুত রয়েছেন। যদিও এই ঘটনায় বরফে চাপা পড়ে যাওয়া সংক্রান্ত নতুন আতঙ্ক ছড়িয়েছে ভূস্বর্গে।

A man buried alive under snow in Heerpora, Shopian (Jammu and Kashmir), India, was rescued by Shopian Police after officers on patrol heard his cries for help.pic.twitter.com/hNRmBeF7Go
— Volcaholic 🌋 (@volcaholic1) January 25, 2026
–

–

–



