মানুষের স্বার্থে মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত ৪ সেপ্টেম্বর হাওড়া সদর ও গ্রামীণের সাংগঠনিক বৈঠক ডেকেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইদিনই হাওড়া সদরের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৈলাশ মিশ্রর উদ্যোগে বালি বিধানসভার ৩৫ টি ওয়ার্ডের ৭৬টি বেহাল রাস্তা সংস্কারের জন্য আবেদন জানিয়ে একটি তালিকা তুলে দেওয়া হয়।


বালির সাধারণ জনগণের সুবিধার্থে রাস্তাগুলি সংস্কারের জন্য অনুরোধ করা হয়। সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, তিনি বিষয়টি নজরে রাখবেন। কথা দিয়েছেন তাই সেই কথা অক্ষরে অক্ষরে পালন করলেন অভিষেক। মমতা সরকারের তরফে পথশ্রী প্রকল্পের আওতায় নতুন করে রাস্তা তৈরির কাজ শুরু করল প্রশাসন।


প্রসঙ্গত, গত ডিসেম্বরে জানানো হয় বালি, বেলুড় ও লিলুয়ার ৩৫টি ওয়ার্ড মিলিয়ে মোট ৭৬টি রাস্তার আমূল সংস্কার করা হবে। এই তালিকায় রয়েছে বেলুড়ের কেএন চ্যাটার্জি স্ট্রিট, ধর্মতলা স্ট্রিট, বালির গোস্বামী পাড়া রোড এবং লিলুয়ার রবীন্দ্র সরণি। ইতিমধ্যেই বালির বিভিন্ন এলাকায় রাস্তার কাজ শুরু করে দিয়েছে কেএমডিএ। এর ফলে মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। বেশ কয়েক বছর ধরে বেলুড়ের কয়েকটি জায়গায় বড় কোনও মেরামতির কাজ হয়নি। রাস্তার হাল এতটাই খারাপ যে, সেখান দিয়ে চলাচল করাই দায় হয়ে পড়ছিল। জিটি রোডের সঙ্গে সংযোগকারী রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বেলুড় মঠে যাওয়ার জন্য অনেকেই এই পথ ব্যবহার করেন। শুধু তাই নয়, বেলুড় হাইস্কুলের ছাত্রছাত্রীরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। দু’মাসের মধ্যে বালি পুর এলাকার সমস্ত রাস্তার কাজ হয়ে যাবে বলে আশাবাদী সকলে।


_

_

_

_

_

_

_


