বিয়ের দিনেই এসআইআরের হেয়ারিং-এর (SIR hearing date) তারিখ। ফলে বিয়ের পোশাক পরেই শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়াতে হল বরকে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ১ নং ব্লকের বোলসিদ্ধি কালিনগর গ্রাম পঞ্চায়েত এলাকার। এই অস্বাভাবিক পরিস্থিতিতে চরম সমস্যায় পড়েছেন বর আনোয়ার হোসেন খান ও তাঁর পরিবার। আরও পড়ুন: দুর্গাপুরে উদ্ধার আয়ার কঙ্কালসার দেহ! খুনের অভিযোগে আটক স্বামী

মঙ্গলবার আনোয়ার হোসেন খানের বিবাহ। কিন্তু ঠিক এই দিনই তাঁর নামে এসআইআর শুনানির হেয়ারিং-এ ডাক আসে। শুধু বর নন, বরযাত্রীদের মধ্যেও ৩৮ জনের নামে একই দিনে শুনানির নোটিশ পড়েছে। ফলে বিয়ের আনন্দের দিনে বরযাত্রীদের একটি বড় অংশকে নিয়ে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে যাওয়ায় বিয়ের আয়োজনে কার্যত সমস্যায় পড়তে হয়। পরিবারের অভিযোগ, এত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দিনের সঙ্গে শুনানির তারিখ পড়ে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হতে হয়েছে তাঁদের।

–

–

–

–

–

–

–

–



