Friday, January 30, 2026

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

Date:

Share post:

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC) কর্মীরা কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন। সেই মামলায় নির্বাচনের কমিশনের (Election Commission) ব্যাখ্যা তলব করল আদালত। দু’সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন এবং এলআইসি কর্তৃপক্ষকে বক্তব্য জানাতে হবে।

নির্বাচন কমিশন এসআইআর-এর কাজে বাংলার মাইক্রো অবজারভার হিসাবে ১২০৪ জন এলআইসি কর্মীকে নিয়োগ করেছে। এলআইসি কর্মী হিসাবে কাজের ভিত্তিতে এই কর্মীরা প্রতিদিনের বোনাস পান। এই কাজের ভিত্তিতে বছর শেষে পারফর্মেন্স বোনাসও পেয়ে থাকেন। কিন্তু এখন এসআইআর-এর (SIR) কাজ করতে গিয়ে তাঁরা নিজেদের দৈনিক কাজ করতে পারছেন না। ফলে দৈনিক বোনাস (bonus) থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে, এর প্রভাব পড়বে তাঁদের বাৎসরিক বোনাসেও।

এই অভিযোগেই কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে শুক্রবার শুনানি হয় মামলায়। বিচারপতি রাওয়ের প্রশ্ন, কমিশন চাইলেও এলআইসি কর্তৃপক্ষ নির্দিষ্টভাবে ওই কর্মীদেরই কেন এসআইআরের কাজে নাম পাঠিয়েছে? নির্বাচন কমিশন ও এলআইসি কর্তৃপক্ষ – উভয়েরই জবাব তলব করা হয়েছে।

আরও পড়ুন : রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

এলআইসি কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা। কিন্তু সেখানকার কর্মীদের একটা বড় অংশের যুক্তি, এসআইআর-এর কাজ করতে গিয়ে বছর শেষে তাঁদের নিজেদের কাজে ব্যাঘাত ঘটবে। বিএলও-দের উপর যে বিপুল পরিমাণ কাজের চাপ গত তিন মাস ধরে চাপিয়ে আসছে নির্বাচন কমিশন, প্রতিটি ধাপে সেই কাজ সঠিকভাবে হচ্ছে কি না, তা নজরদারি করেন এই মাইক্রো অবজার্ভাররা। ফলে যে চাপ এই এলআইসি কর্মীদের উপর দেওয়া হচ্ছে, তাতে তাঁদের দৈনিক অর্থ উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে।

spot_img

Related articles

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...