বাংলায় বেজে গিয়েছে ভোটের দামামা। দিল্লি থেকে যাতায়াত শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা(Amit Shah)। শুক্রবার রাতে ফের কলকাতায় এসেছেন অমিত শাহ(Amit Shah)। শনিবার দক্ষিণ ও উত্তরবঙ্গে জোড়া কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, নীশীথ প্রামাণিকরা। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছেই শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ(Amit Shah)। সেখানে উপস্থিত ছিলেন বাংলার পর্যবেক্ষকরাও। তিন শীর্ষ নেতা ও পর্যবেক্ষকদের সঙ্গে রুদ্ধদার বৈঠক করে তিনি। ঠিক কী আলোচনা হয়েছে তা এখনও প্রকাশ্যে আসেনি।

তবে প্রাথমিক তথ্য অনুসারে, নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সবিস্তারে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে কথা বলেছেন শাহ। বাংলার কোথায় কী অবস্থা সংগঠনের তা খুটিয়ে খুটিয়ে জেনেছেন।

বঙ্গে ভোট এলেই যাতায়াত অনেক বেড়ে যায় দিল্লির বিজেপির নেতাদের। কয়েকদিন আগেই বাংলায় আসেন নীতীন নবীন, মাস শেষ হওয়ার আগেই ফের বঙ্গ সফরে অমিত শাহ। শাহের এই বারবার সফরেই স্পষ্ট বাংলার বিজেপি নেতাদের উপর বিশেষ ভরসা করতে পারছে না শীর্ষ নেতৃত্ব। সেই কারণেই বার বার আসতে হচ্ছে খোদ মোদি-শাহকে।

শাহের বঙ্গ সফরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, অমিত শাহ আসবেন যাবেন, তাতে বিজেপির কোনও লাভ হবে না। বাংলায় একজন বাঘিনী আছেন তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।

–

–

–

–

–
–
–

