Saturday, December 20, 2025

চাঁদের গহ্বরে বাঙালি বিজ্ঞানীর নাম লিখলো ইসরো

Date:

Share post:

এবার চাঁদের বুকে লেখা হল বাঙালির নাম। চন্দ্রযান–2’র পাঠানো চারটি গহ্বরের ছবির মধ্যে একটি গহ্বরের নাম রাখা হয়েছে “মিত্র গহ্বর”, প্রয়াত বাঙালি ভৌতবিজ্ঞানী শিশিরকুমার মিত্রর নামে। এমনটাই জানিয়েছে ইসরো।

টুইট করে ইসরো জানিয়েছে, গত 23 অগাস্ট চন্দ্রযান–2’র টেরেন ম্যাপিং ক্যামেরা থেকে পাঠানো চারটি গহ্বরের মধ্যে বাকি তিনটির নামকরণ করা হয়েছে “জ্যাকসন গহ্বর”, “ম্যাক গহ্বর” এবং “কোরোলেভ গহ্বর”।

প্রায় 4375 কিলোমিটার উচ্চতায় অবস্থিত ওই চারটি গহ্বর। তার মধ্যে জ্যাকসন গহ্বরের ব্যাস 71.3 কিলোমিটার। এটাই আপাতত চন্দ্রযান-2’র পাঠানো ছবির মধ্যে সব থেকে বড় গহ্বর। মিত্র গহ্বরের ব্যাস 92 কিলোমিটার। এখনও পর্যন্ত গহ্বরের গভীরতা জানতে পারেনি ইসরো।

বিজ্ঞানী শিশিরকুমার মিত্র রেডিও ফিজিক্স এবং অ্যাটমস্ফেরিক ফিজিক্স নিয়ে গবেষণা করেছিলেন। 1820 সালের 24 অক্টোবর হুগলির কোন্নগরে জন্ম। ছোট থেকেই ভৌতবিজ্ঞানের প্রতি আগ্রহ ছিল শিশিরকুমারের। আশুতোষ মুখার্জির আহ্বানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভৌতবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর স্তরে গবেষণা করেন। সিভি রমনের সহকারী হিসেবে আলো নিয়ে গবেষণা করেন। তাঁর তথ্যেই সিভি রমন আলো নিয়ে তাঁর গবেষণা সংক্রান্ত বিষয়ে এগিয়ে নিয়ে যান।

1920 সালে প্যারিস বিশ্ববিদ্যালয়ে গিয়ে গবেষণা করেছিলেন। পরে দেশে ফিরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। আশুতোষ মুখার্জির সহায়তায় বিশ্ববিদ্যালয়ের ভৌতবিজ্ঞানে বেতার সংক্রান্ত বিষয় সংযুক্ত করেছিলেন শিশিরকুমার মিত্র।

আরও পড়ুন-নারদ কাণ্ডে CBI এবার প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংকে ম্যাথুর সামনে বসাচ্ছে

 

spot_img

Related articles

সেবাশ্রয়-২: আজ বজবজের মডেল ক্যাম্পে পরিষেবা পর্যবেক্ষণে অভিষেক 

সেবার আলোর সুস্বাস্থ্যের পথ আলোকিত করা লক্ষ্য নিয়ে ডিসেম্বরের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...