BREAKING: অভিনেতা নিমু ভৌমিক প্রয়াত

প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর। মঙ্গলবার বিকেলে গড়িয়ার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত অসুখে বেশ কিছুদিন ধরে ভুগছিলেন ‘গণদেবতা’,‘দাদার কীর্তি’, ‘বাঘিনী’, ‘সাহেব’, ‘ছোট বউ’, ‘মঙ্গলদীপ’-সহ অসংখ্য বাংলা ছবির এই অভিনেতা।

চলতি বছরের মে ও জুলাই মাসে দু’বার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার উন্নতি হওয়ায় বাড়িতে আনা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্নায়ু, প্রস্রাব-সহ একাধিক সমস্যা ছিল তাঁর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে।

এক সময়ে রাজনীতিতেও এসেছিলেন নিমু ভৌমিক। সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ হলেও পরে তিনি যোগ দেন বিজেপি’তে। 2014 সালের লোকসভা ভোটে বিজেপি প্রার্থী হিসেবে রায়গঞ্জে লড়াই করে হেরে যান তিনি।

আরও পড়ুন – দেরি না করে জেনে নিন ‘গোত্র’

Previous articleফিরোজ শাহ কোটলার নাম বদলে রাখা হবে ‘অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম’
Next articleচাঁদের গহ্বরে বাঙালি বিজ্ঞানীর নাম লিখলো ইসরো