Tuesday, November 4, 2025

25-এ শুরু, 88 বছর বয়সেও ড্রাগ ডিলার, পুলিশের ফাঁদে রাজরানি

Date:

Share post:

রাজধানীর সবচেয়ে বয়স্ক ড্রাগ ডিলার এবার পুলিশের ফাঁদে। এটা অবশ্য প্রথমবার নয়, এ নিয়ে 10 বার গারদের পেছনে রাজরানি টোপিল। তবে 88 বছরের এই ড্রাগ ডিলার এবার জানালেন কেন 25 বছর বয়স থেকে তিনি এই পথেই চলতে শুরু করেছেন। বুধবার নিউ দিল্লির ইন্দ্রপুরী এলাকা থেকে রাজরানিকে 16 গ্রাম ড্রাগ- সহ গ্রেফতার করে দিল্লি পুলিশ।

জেরার সময় তিনি জানান হরিয়ানার প্রত্যন্ত একটি গ্রাম থেকে খুব ছোট বয়সে তাঁকে বিয়ে দিয়ে পাঠানো হয় ইন্দ্রপুরী এলাকাতে। তাঁর বরও ড্রাগ ডিলিংয়ের ব্যাবসাতে যুক্ত ছিলেন। সে সময় থেকেই দারিদ্রের সাথে লড়াই চলতে থাকে তাঁর। 90 এর দশকের গোড়ায় বর মারা যান রাজরানির। সাত সন্তানকে নিয়ে তাঁর লড়াই আরও কঠিন হয়ে পড়ে। ড্রাগের দুনিয়াকেই বেছে নেন তিনি। এই রাস্তা বেছেছিলেন যে সন্তানদের জন্য, সেই সাত সন্তানের ছজনের কেউ মারা গেছেন ড্রাগের নেশায়, কেউ বা নেশার ঘোরে দুর্ঘটনায় মারা গেছেন। আপাতত এক সন্তান বেঁচে আছেন রাজরানির।

আরও পড়ুন-গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ, চলবে বৃষ্টি

তবু এই বৃদ্ধা পেট চালাতে এই পেশাকেই আঁকড়ে রয়েছেন। পুলিশ বলছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ থেকেই তাঁর কাছে আসত এই নেশার জিনিস। খুব অল্প পরিমাণে তাঁর কাছে এই ড্রাগ আসত শুরুর দিকে। পরে ধীরে ধীরে তিনি পসার বাড়ান। পশ্চিম দিল্লির ডিএসপি মনিকা ভরদ্বাজ বলছেন, একটা টোপ দিয়ে রাজরানিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বয়স 88 হলেও এই পেশায় যথেষ্ট দক্ষ তিনি। নারকোটিক্স ডিপার্টমেন্টের কাছে খবর ছিলই যে, এবার ইন্দ্রপুরীর কাছে বেশ বেশি পরিমাণে ড্রাগ নিতে এই বৃদ্ধা আসবেন। সেই মতো জাল ছড়ানোই ছিল। নারকোটিক্স ডিপার্টমেন্টের লোকজন গিয়ে তাঁর থেকে ড্রাগ কিনতেও চান। সে সময়েই তাঁকে 16 গ্রাম ড্রাগ-সহ হাতেনাতে ধরা হয়।

নারকোটিক্স আইন অনুযায়ী আপাতত রাজরানির ঠিকানা সংশোধনাগার। তবে এই গারদের পিছনে থাকা তাঁর প্রথমবার যেহেতু নয়, তাই তাঁর মধ্যে সেই অর্থে কোনও অস্বস্তি নেই। আগের 9 বারই তিনি জামিনে বাইরে বেরিয়ে ছিলেন। তাঁকে এ মুহূর্তে দুজন তরুন তুর্কিও সাহায্য করেন, তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন-মোবাইল পরিষেবা চালু 5 জেলায়, ধীরে ধীরে ছন্দে ফিরছে কাশ্মীর

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...