ভারতকে চমকাতে মধ্যরাতে ‘গজনভি’ মিশাইল উৎক্ষেপণ পাকিস্তানের

জম্মু-কাশ্মীরের 370 ধারা বিলোপ এবং ভারত-পাক সম্পর্কের তীব্র টানাটানি ও উত্তেজনার মধ্যেই নিজেদের শক্তি প্রদর্শন করতে ব্যালিস্টিক মিসাইল ‘গজনাভি’-র পরীক্ষামূলক উৎক্ষেপণ করল পাকিস্তান। গতকাল, বুধবার গভীর রাতে একটি ট্রেনিং ক্যাম্প থেকে ভূমি-থেকে-ভূমি এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে পাক সেনাবাহিনী।

আরও পড়ুন-মোবাইল পরিষেবা চালু 5 জেলায়, ধীরে ধীরে ছন্দে ফিরছে কাশ্মীর

এই ক্ষেপণাস্ত্র সফল ভাবে উৎক্ষেপণের জন্যে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও রাষ্ট্রপতি আরিফ আলভি দেশের সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের ডিরেক্টর জেনারেল জেন আসিফ গফফুর জানিয়েছেন, এই পাক ক্ষেপণাস্ত্রটি 290 কিমি দূরে পর্যন্ত আঘাত হানতে সক্ষম।

পাকিস্তানের দাবি অনুসারে, ‘গজনভি’ক্ষেপনাস্ত্রের বিশেষত্ব হল এটি বিভিন্ন ধরণের অস্ত্র বহন করতে পারে। স্বল্পপাল্লার ওই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের সেনাবাহিনীকে বাড়তি শক্তি যোগবে বলে দাবি ইসলামাবাদের।

তবে এই প্রথম নয়, এর আগে 1995 সালে প্রথমবার এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছিল পাক সেনাবাহিনী।

আরও পড়ুন-সমুদ্রপথে ঢুকতে পারে পাকিস্তানি জঙ্গিরা, গুজরাতে জারি চূড়ান্ত সতর্কতা

 

Previous articleসবুজ ধ্বংস, ক্যান্সার আতঙ্কে কেটে ফেলা হচ্ছে আফ্রিকান মেহগনি গাছ
Next articleহাইকোর্টে চাপ বাড়ল রাজীব কুমারের! রক্ষাকবচ আর মাত্র একদিন