চিদাম্বরমের গ্রেফতারি ভাল খবর, বললেন ইন্দ্রাণী

আইএনএক্স মিডিয়া মামলায় দেশের প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের গ্রেফতারি ‘ভাল খবর’ বলে মনে করেন আইএনএক্স মিডিয়ার প্রাক্তন কর্ত্রী ইন্দ্রাণী মুখার্জি। বৃহস্পতিবার মুম্বইয়ের এক আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর গ্রেফতারি সম্পর্কে ইন্দ্রাণীর প্রতিক্রিয়া, ভাল খবর। আমি খুশি যে চিদম্বরমের মত একজন লোককে অবশেষে ধরা হয়েছে। প্রসঙ্গত, অর্থমন্ত্রী থাকাকালীন আইএনএক্স মিডিয়ায় বিদেশি বিনিয়োগ পাইয়ে দেবার বিনিময়ে ছেলে কার্তির সংস্থার জন্য কিকব্যাক নেওয়া ও বিদেশে টাকা পাচারের মত গুরুতর অভিযোগ উঠেছে চিদম্বরমের বিরুদ্ধে। তিনি এখন সিবিআই হেফাজতে। চিদম্বরমের বিরুদ্ধে এই মামলায় ইন্দ্রাণী মুখার্জিকেই রাজসাক্ষী করেছে সিবিআই। আবার ইন্দ্রাণী নিজে এখন মেয়ে শিনা বোরাকে খুনের অভিযোগে জেল খাটছেন।

আরও পড়ুন-চিদাম্বরম নিয়ে কড়া সওয়াল কপিল সিব্বলের

Previous articleSSC বিল নিয়ে বিস্তর আলোচনার প্রয়োজন রয়েছে, জানালেন পার্থ
Next articleফেসবুকে ভুল পোস্ট, সাবর্ণ রায়চৌধুরি পরিবারের আইনি নোটিশ প্রসেনজিৎকে