বিধানসভা যাওয়ার পথে আক্রান্ত হলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। গোপালনগর ঘোষ পাড়ায় এক ব্যক্তি তাঁর গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। তিনি কেন বিজেপিতে যোগ দিয়েছেন এই প্রশ্ন তুলে নাকি তাঁকে হেনস্তাও করা হয়। বিধায়ককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। বনগাঁ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

বিশ্বজিৎবাবু জানান, তাঁর বুকে ও মাথায় আঘাত লেগেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। লোকসভা ভোটের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ দাস। তাঁর অভিযোগ, সেই রাগ থেকেই পরিকল্পনা করে এই হামলা।

আরও পড়ুন – শোভন, মুকুলের সৌজন্যেই আজ নারদের কাদা বিজেপির গায়ে, তবু যে প্রশ্নগুলো উঠবেই
