রাতারাতি 5 টি বাড়ি খালি করার নির্দেশ মেট্রোর!

আতঙ্ক যেন বেড়েই চলেছে! বউবাজারের গৌর দে লেনের পরপর চারটি বাড়ি খালি করার নির্দেশ দিল মেট্রো। এই বাড়িগুলিতে ফাটল সুস্পষ্ট।

প্রত্যেকের বাড়িতেই ফাটল ধরে গিয়েছে। একই সঙ্গে 6A গৌর দে লেনের প্রায় 200 বছর পুরোনো রাধা-গোবিন্দর বাড়ি বা ঝুলন বাড়িও খালি করার নোটিস জারি করা হয়েছে মেট্রো রেলের তরফে।

তাঁদের প্রত্যেকেরই অভিযোগ, বাড়ি খালি করার নির্দেশ দিয়েই দায় সারছে মেট্রো। কিন্তু কোথায় থাকব তার ঠিকঠাক কোনও ব্যবস্থাই করা হয়নি মেট্রোর তরফ থেকে।

আরও পড়ুন-প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা দীঘা-বকখালিতে ,জারি সতর্কতা