ডি এন সি কলেজের এক অধ্যাপকের সঙ্গে তৃতীয় বর্ষের এক ছাত্রীর সম্পর্কের জেরে কলেজ চত্বরে কুরুচিকর পোস্টার লাগানোয় চাঞ্চল্য ছড়াল। অভিযোগের তীর DSO দিকে।

কলেজের বেশ কিছু ছাত্র-ছাত্রী কলেজের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভে সামিল হয় ছাত্র সংগঠন DSO। কারন, ঐ কুরুচিকর মন্তব্যে DSO এর নাম জড়ানো হয়, DSO এর সংগঠনের ছাত্ররা সামিল হওয়ায় আন্দোলন বৃহৎ আকার ধারণ করে। প্রায় 1.30 ঘন্টা ধরে অবরোধ চলে রাজ্য সড়কে। পুলিশ এসে অবরোধ তুলে দেয়। অবরোধ তুলে দিলেও কলেজ গেটের সামনে আবারও বিক্ষোভ শুরু হয় ।

আরও পড়ুন-বিধানসভায় ডেঙ্গু বিতর্ক, যা বললেন মুখমন্ত্রী
