Saturday, December 6, 2025

গৌতম কুণ্ডু’র চিঠিতে রাতারাতি সরানো হলো রোজভ্যালির তদন্তকারী অফিসারকে

Date:

Share post:

“তদন্তের নামে প্রহসন হচ্ছে। রোজ ভ্যালি কাণ্ডের সঙ্গে যুক্ত প্রভাবশালীরা বাইরে ঘুরছেন”। ঠিক এই অভিযোগ তুলে দিনকয়েক আগে CBI-কে চিঠি দেন হেফাজতে থাকা রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু ৷

গৌতম কুণ্ডুর চিঠি CBI-এর কাছে যাওয়া মাত্র, বিস্ময়কর তৎপরতায় রাতারাতি সরিয়ে দেওয়া হলো রোজভ্যালি মামলার তদন্তকারী অফিসার চোজম শেরপাকে। এবং একইসঙ্গে, এই কেলেঙ্কারির তদন্তের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে CBI-এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুরিন্দর মল্লিকের হাতে ৷ তাঁর সঙ্গে ভিন রাজ্য থেকে আসছেন আরও দু’জন DSP পদমর্যাদার অফিসার। এবার থেকে এই তিন সদস্যের টিমই রোজভ্যালি মামলার তদন্ত চালাবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, শুরুতে রোজ ভ্যালি মামলার তদন্তের ভারপ্রাপ্ত ছিলেন ব্রতীন ঘোষাল। এই ব্রতীন ঘোষালই পর পর সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে গ্রেফতার করেছিলেন।গ্রেফতারের পরই ঘোষালের বিরুদ্ধেই বেশ কয়েকটি অভিযোগ ওঠে। তার সঙ্গে যোগ হয় শারীরিক অসুস্থতা। সেই কারণে তাঁকে সরিয়ে দায়িত্বে আনা হয় চোজম শেরপাকে। গত বছর অক্টোবর মাসে দায়িত্ব নিয়েছিলেন চোজম ৷
অভিযোগ, শেরপা দায়িত্ব নেওয়ার পর থেকে এই মামলার কোনও অগ্রগতি ঘটেনি। সেই আভিযোগই করেন গৌতম কুণ্ডু। এই অভিযোগকে মান্যতা দিয়ে CBI তাঁকে সরিয়ে এই দায়িত্ব দিয়েছে সুরিন্দর মল্লিককে ৷ জানা গিয়েছে, পুজোর আগেই CBI এই কেলেঙ্কারিতে বড় মাপের ঘটনা ঘটাতে চলেছে। সে কারনেই সরানো হয়েছে ‘ব্যর্থ’ তদন্তকারী অফিসার শেরপাকে। এই মামলার তদন্তকারী অফিসার হিসাবে সদ্য দায়িত্ব পাওয়া সুরিন্দর মল্লিক দক্ষ এবং নির্ভরযোগ্য অফিসার হিসেবেই পরিচিত।

spot_img

Related articles

হাসপাতালের বেডে শুয়ে সন্তানের অপেক্ষায় সোনালি: প্রকাশ করলেন সুপ্ত ইচ্ছা

শুক্রবারই ভারতে ফিয়ে নিয়ে আসা হয়েছে অন্তঃসত্ত্বা সোনালি খাতুন এবং তাঁর ৮ বছর বয়সী ছেলেকে। রাজ্য সরকারের তত্ত্বাবধানে...

কার্ল মার্ক্সের শিষ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়! মেয়ো রোডের মঞ্চ থেকে অভিনব খোঁচা কল্য়াণের

বাংলার দক্ষ প্রশাসক মমতা বন্দ্যোপাধ্য়ায় একদিকে যেমন বাংলার শান্তি সম্প্রীতি রক্ষায় নিজে সচেষ্ট। তেমনই তাঁর সৈনিকেরাও শান্তি-সম্প্রীতি রক্ষার...

বকেয়া নিয়ে সংসদে ভুল বোঝাচ্ছে কেন্দ্র: দিল্লিতে সরব দুই ডেপুটি লিডার

শুধুমাত্র বাংলা বিরোধী জমিদারি চালে বাংলার প্রাপ্য দিতে নারাজ কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসও ছেড়ে...

বাস্তবিক সর্বধর্ম সমন্বয়ের বার্তা: মেয়ো রোড থেকে বিভাজনের বিরুদ্ধে সরব তৃণমূল

দেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন ৬ ডিসেম্বর। প্রতিবছর বাংলার শাসকদল তৃণমূলের তরফে এই দিনটি সংহতি দিবস হিসাবে সম্প্রীতি...