কিশোরী সাঁতারুর যৌন হেনস্থায় অভিযুক্ত কোচ গ্রেফতার

কিশোরী সাঁতারুকে যৌন হেনস্থা করার অভিযোগে গ্রেফতার করা হল অভিযুক্ত কোচ সুরজিৎ গঙ্গোপাধ্যায়কে। দিল্লি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। শুক্রবার সন্ধ্যায় দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করেছে।

ওই কিশোরীর সাঁতারুকে যৌন হেনস্তার খবর প্রকাশ্যে আসতে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত কোচ। কিন্তু তাকে খুঁজে বার করতে উত্তর প্রদেশ পুলিশ সুপার উৎকৃষ্ট প্রসূন, মাপুসার এসডিপিও গজানন্দ প্রভুদেশাই এবং ইন্সপেক্টর কপিল নায়েককে নিয়ে একটি বিশেষ দল গড়া হয়েছিল। সেই দলই কার্যত যুদ্ধকালীন তৎপরতায় অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, গ্রেফতারি এড়াতে বিভিন্ন শহরে পালিয়ে বেড়াচ্ছিলেন সুরজিৎ। তাই প্রত্যেকটা শহরে অ্যালার্ট জারি করা হয়েছিল। যাতে কোনওভাবেই তিনি পালাতে না পারেন। অবশেষে দিল্লির কাশ্মীরি গেট থেকে তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তবে তাকে নিজেদের হেফাজতে চাইতে পারে গোয়া পুলিশও। অভিযুক্ত কোচের বিরুদ্ধে 376 (ধর্ষণ), 354 (যৌন হেনস্থা) এবং 506 (সমাজ বিরোধী কার্যকলাপ) ধারায় অভিযোগ আনা হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি শিশু নিগ্রহের অভিযোগে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও খবর।

Previous articleগৌতম কুণ্ডু’র চিঠিতে রাতারাতি সরানো হলো রোজভ্যালির তদন্তকারী অফিসারকে
Next articleআর মাত্র কয়েক মুহূর্ত, চাঁদের মাটিতে ঘোরাফেরা শুরু করবে প্রজ্ঞান