আর মাত্র কয়েক মুহূর্ত, চাঁদের মাটিতে ঘোরাফেরা শুরু করবে প্রজ্ঞান

আর মাত্র কয়েক মুহূর্ত । ভারতীয় সময় শুক্রবার গভীর রাত দেড়টা থেকে আড়াইটের মধ্যেই চাঁদের দক্ষিণ মেরুর 70.9° অক্ষাংশে ‘মানজিনাস-সি’ ও ‘সিম্পেলিয়াস-এন’ ক্রেটার বা গহ্বরের মাঝামাঝি কোনও একটি সমতল এলাকায় নেমে পড়বে বিক্রম। জায়গাটা উঁচুনীচু মনে হলে তাকে এড়িয়ে 67.7° অক্ষাংশে নামতে হবে বিক্রমকে, এমনই জানিয়েছেন বিজ্ঞানীরা। তার পর শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বিক্রমের শরীর থেকে বেরিয়ে এসে চাঁদের মাটিতে ঘোরাফেরা শুরু করবে প্রজ্ঞান।

Previous articleকিশোরী সাঁতারুর যৌন হেনস্থায় অভিযুক্ত কোচ গ্রেফতার
Next articleঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে বেঙ্গালুরুতে পৌঁছালেন প্রধানমন্ত্রী