রেফারি নিগ্রহের ঘটনায় সাসপেন্ড ডিকা-মেহতাব, রেহাই মেলেনি ম্যানেজার ও গোলকিপার কোচেরও

বুধবার আইএফএ-র কাছে ম্যাচ কমিশনের তরফ থেকে এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। রিপোর্ট অনুযায়ী আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় এক কঠোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। রেফারি নিগ্রহের ঘটনায় এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে ইস্টবেঙ্গলের খেলোয়াড় লালরিনডিকা রালতে ও মেহতাব সিংকে।

এর পাশাপাশি তাঁদের এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। যদিও এই জরিমানার টাকা তিনদিনের মধ্যে এই দুই লালু ফুটবলার না দেন, তাহলে সাসপেনশনের মেয়াদ এক বছর অব্ধি চলতে পারে বলেও জানানো হয়েছে। শুধু তাই নয়, লাল-হলুদ ম্যানেজার দেবরাজ চৌধুরী ও গোলকিপার কোচ অভ্র মন্ডলকেও এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। এই কঠোর সিদ্ধান্ত পরবর্তীকালে ময়দানে রেফারি নিগ্রহের মতো অনভিপ্রেত ঘটনা ঘটাবে না বলে আশাবাদী আইএফএ সচিব।