ভাবমূর্তি ফেরাতে কড়া হোক দল, চান প্রবীর

দলের নীচুতলার জন প্রতিনিধিদের কাজে ক্ষুব্ধ স্থানীয়রা। বিস্ফোরক দাবি উত্তরপাড়ার বিধায়ক তথা তৃণমূলের হুগলি জেলা সাংগঠনিক সভাপতি প্রবীর ঘোষালের। তাঁর মতে, রাজ্য নেতৃত্বের উচিত, পঞ্চায়েত ও পুরসভার যেসব সদস্যের বিরুদ্ধে স্বজন পোষণ, দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে তদন্ত করা। এতে তৃণমূলে থাকা বেনোজল অন্য দলে চলে যাবে। আর তাতে আখেরে লাভ হবে তৃণমূলেরই।

বুধবার কোন্নগরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রবীর ঘোষাল জানান, গত একমাস ধরে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে এলাকাবাসীর কাছে গিয়ে নানা অভিজ্ঞতা হয়েছে। বিধায়কের দাবি, আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্য নেতৃত্ব অভিযুক্ত নেতা, কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দলের ভাবমূর্তি অক্ষুন্ন থাকবে।

Previous articleমমতার পদযাত্রা, শেষ মুহূর্তে অতিতৎপরতায় বিতর্ক টানল প্রশাসনের একাংশ
Next articleরেফারি নিগ্রহের ঘটনায় সাসপেন্ড ডিকা-মেহতাব, রেহাই মেলেনি ম্যানেজার ও গোলকিপার কোচেরও