ভারত-সহ 16 টি দেশে মুজিবের জন্মশতবর্ষ পালন করবে বাংলাদেশ

বাংলাদেশ রাষ্ট্রের জনক, বাঙালি জাতির স্বাভিমানের প্রতীক। শেখ মুজিবুর রহমানের নামে আজও আন্দোলিত হয় ওপার বাংলা, শ্রদ্ধায় স্মরণ করে এপারও। বর্ণময় জীবন, মুক্তিযুদ্ধের অতন্দ্র প্রহরী হয়ে ইতিহাস সৃষ্টি, আবার বিশ্বাসঘাতকদের কুৎসিত চক্রান্তে আত্মবলিদান —শেখ মুজিবকে বাদ দিয়ে অসম্পূর্ণ বাংলাদেশের অস্তিত্ব। এবার সেই জাতির পিতার জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে 16 টি দেশে বর্ণাঢ্য অনুষ্ঠান কর্মসূচি নিয়েছে শেখ হাসিনার সরকার। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছাত্রজীবন ও রাজনীতির হাতেখড়ি কলকাতায়। পরবর্তী সময়ে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে বিশেষ গুরুত্ব পেয়েছিল ত্রিপুরার আগরতলা ও অসমের গুয়াহাটি। তাই হাসিনা সরকারের পরিকল্পনা, জন্মশতবার্ষিকী কর্মসূচির আগেই কলকাতা, আগরতলা, গুয়াহাটি তিন শহরে মুজিব-চর্চা শুরু হোক। তিন শহরে এই সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানে হাজির থাকতে পাঁচদিনের ভারত সফরে আসছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। প্রথমে 14 সেপ্টেম্বর কলকাতার আইসিসিআরে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বইপ্রকাশ, কলকাতার বেকার হস্টেলে মুজিব স্মরণে অনুষ্ঠানও হবে।

আরও পড়ুন-ফের বঙ্গে জোটের হাওয়া

 

Previous articleফের বঙ্গে জোটের হাওয়া
Next articleকোহলির ট্যুইট ঘিরে ধোনির অবসর জল্পনা