রক্ষাকবচ উঠতেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই। শুক্রবার বিকেল তিনটে নাগাদ হাইকোর্ট রায় দিয়ে জানিয়ে দেয়, প্রাক্তন পুলিশ কমিশনারের গ্রেফতারের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রত্যাহার করা হল। এরপরই এই বিকেল পাঁচটা নাগাদ রাজীব কুমারের 34 নম্বর পার্কস্ট্রিটের বাড়িতে যায় সিবিআইয়ের দল। কিন্তু রাজীব কুমারকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর বাড়ির নোটিশ দিয়ে আসেন সিবিআই আধিকারিকরা। শনিবার সকাল দশটায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে। এদিনই, উচ্চ আদালত রায়ে জানিয়ে দেয়, তদন্তকারী সংস্থা ডাকলেই যেতে হবে রাজীব কুমারকে।

আরও পড়ুন-ফের শিরোনামে কোন্নগরের হীরালাল পাল কলেজ
