রবিবার সকালে এলাকাজুড়ে প্রচার করল রামমোহন সম্মিলনী। ডেঙ্গু প্রতিরোধের করণীয় বোঝানো হল বাড়ি বাড়ি। তার সঙ্গে প্লাস্টিক বর্জন ও জল সঞ্চয়ের ডাক। ক্লাবের পুজোর এবার 75 বছর। তার প্রস্তুতির মধ্যেই চলল সামাজিক কর্মসূচি। ছিলেন পল্লীর সর্বস্তরের বাসিন্দারা। অনির্বাণ সেনগুপ্ত জানান, রামমোহন সম্মিলনী এলাকায় সুস্থ পরিবেশ রাখতে বছরভর নানা কর্মসূচি পালন করে।

আরও পড়ুন-ছাত্রযুব মিছিলে পুলিশের লাঠির গল্প নতুন নাকি? কুণাল ঘোষের কলম
