সাত মাসের খুদে। এখনও মায়ের কোল ছাড়া হয়নি। আর তার পেটে অস্ত্রোপচার করে তাজ্জব চিকিৎসকরা। মিলল 700 গ্রাম ওজনের একটি টিউমার। শান্তিনিকেতনের বাসিন্দা ছোট্ট আবির মণ্ডলের দুমাস বয়স থেকেই পেট ফুলতে শুরু করে। সেটা নজরে আসে বাবা-মায়ের। সঙ্গে সঙ্গে চিকিৎসক দেখানো হয়। আবিরের বাবা তন্ময় ও মা বিজয়া মণ্ডলকে তিনি জানান, শিশুটির পেটে একটি টিউমার জাতীয় কিছু রয়েছে। কলকাতায় নিয়ে এসে দেখালে, অস্ত্রোপচারের নিদান দেন ডাক্তাররা। কিন্তু চিকিৎসার ব্যয় ভার বহন করা সম্ভব ছিল না এই নিম্ন মধ্যবিত্ত দম্পতির পক্ষে। শিশুটিকে তারা নিয়ে যান বেঙ্গালুরুতে। সেখানেই তার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পরে অবাক হয়ে যান চিকিৎসকরা। কারণ পেট থেকে বের হয়ে হাড় সহ শক্ত ও তরল উপাদান। শুধু তাই নয়, ছিল মাথা, চুল সহ দেহের অংশ। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, আবিরের জন্ম হয়েছিল নির্ধারিত সময় বেশ খানিকটা আগেই। সাত মাসে জন্ম নেওয়া এই শিশুটির পেটের ভিতর একটি অপরিণত ভ্রূণ ছিল বলে ধারনা করছেন চিকিৎসকরা। তবে আশার কথা এই বাবা-মায়ের উদ্যোগ এবং চিকিৎসকদের চেষ্টায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ছোট্ট আবির।
